পাবলিক বিশ্ববিদ্যালয়ের পরীক্ষা অনলাইনে: ইউজিসি

By মোঃ মিলন ইসলাম

Updated on:

দেশের পাবলিক বিশ্ববিদ্যালয়গুলোর শিক্ষার্থীদের সুবিধার্থে এবং সেশন জ্যাম কমাতে অনলাইনে পরীক্ষা নেওয়ার অনুমতি দিয়েছে বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন (ইউজিসি)।

অনলাইনে পরীক্ষা আয়োজনের বিষয়ে পাবলিক বিশ্ববিদ্যালয়গুলোর উপাচার্যদের সঙ্গে এক বৈঠক শেষে ইউজিসি চেয়ারম্যান অধ্যাপক কাজী শহিদুল্লাহ বিষয়টি জানিয়েছেন।

তিনি বলেন, ‘আমরা আন্তর্জাতিক মান বজায় রেখে পাবলিক বিশ্ববিদ্যালয়গুলোতে অনলাইনে পরীক্ষা নেওয়ার অনুমতি দিতে সিদ্ধান্ত নিয়েছি।’

তিনি জানান, বিশ্ববিদ্যালয়গুলো তাদের অ্যাকাডেমিক কাউন্সিল বা সংশ্লিষ্ট সংস্থার সঙ্গে পরামর্শের পর অনলাইনে পরীক্ষা নিতে পারবে। বৈঠকে সব বিশ্ববিদ্যালয়ই অনলাইন পরীক্ষা আয়োজনের বিষয়ে সম্মত হয়েছে বলে অধ্যাপক কাজী শহিদুল্লাহ জানান।

অনলাইন পরীক্ষা নেওয়ার বিষয়ে শিক্ষা মন্ত্রণালয় খসড়া গাইডলাইন তৈরি করতে একটি কমিটি গঠন করেছে। কমিটি এ বৈঠকে তাদের তৈরি গাইডলাইন উপস্থাপন করে। কমিটির অন্যতম সদস্য ও ইউজিসির সদস্য অধ্যাপক মুহাম্মদ আলমগীর জানান, শিগগিরই তারা এই গাইডলাইন শিক্ষা মন্ত্রণালয়ে পাঠাবেন।

Leave a Comment