পরিস্থিতির উন্নতি না হলে ১ জুলাই থেকে ঢাবিতে অনলাইনে পরীক্ষা

চলমান করোনা পরিস্থিতি উন্নতি না হলে আগামী ১ জুলাই থেকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সব বর্ষের চূড়ান্ত পরীক্ষা অনলাইনে নেয়ার নীতিগত সিদ্ধান্ত নেয়া হয়েছে।

বুধবার (০৫ মে) বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. আখতারুজ্জামানের সভাপতিত্বে ডিনস কমিটির জরুরি বৈঠকে এ সিদ্ধান্ত নেয়া হয়। বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য (শিক্ষা) অধ্যাপক এ এস এম মাকসুদ কামাল বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি বলেন, করোনা সংক্রমণ না কমলে সব বর্ষের চূড়ান্ত পরীক্ষা অনলাইনে নেয়া হবে। অনলাইনে পরিক্ষার্থীদের অংশগ্রহণ কিভাবে বাড়ানো যায়, তা নিশ্চিত করতে অনুষদগুলোর ডিন ও ইনস্টিটিউটগুলোর পরিচালকদের একটি কৌশলপত্র তৈরির দ্বায়িত্ব দেয়া হয়েছে।

উপ-উপাচার্য (শিক্ষা) মাকসুদ কামাল আরও বলেন, দুই সপ্তাহের মধ্যে এই কৌশলপত্র জমা দিতে বলা হয়েছে। এছাড়া অনলাইন পরীক্ষার দায়িত্ব পালনের ব্যাপারে শিক্ষকদেরও প্রশিক্ষণ দেয়া হবে। ডিনস কমিটির এসব সিদ্ধান্ত শিগগির বিশ্ববিদ্যালয়ের একাডেমিক কাউন্সিলের বিশেষ সভায় অনুমোদন করা হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *