Basic ইংলিস কোর্স পর্ব 4

আসসালামু আলাইকুম ।

Basic English কোর্সের ৪র্থ পর্বে আমাদের স্বাগত জানাচ্ছি । আজকে আপনাদের সামনে আলোচনা করব present perfect tense  এবং present perfect continuous সম্পর্কে ।

 

Present Perfect Tense:

Subject+have/has+main verb past participle+exc.

এখানে, প্রথমে subject বসবে, তারপরে auxiliary verb হিসেবে have/has বসবে । তারপরে প্রধান verb এর past participle form বসবে এবং বাক্যের বাকি অংশ বসে বাক্য complete করতে হবে ।

  • বাক্য তৈরিতে have/has ব্যবহারের নিয়ম ?

Subject যদি 3rd person singular number হয় তবে, সেই subject পরে auxiliary verb হিসেবে has ব্যবহৃত হবে । অন্য সব ক্ষেত্রে have বসবে । person সম্পর্কে জানতে ১ম পর্ব দেখুন ।

 

  • I have eaten rice – আমি ভাত খেয়েছি ।
  • We have played football- আমরা ফুটবল খেলেছি ।
  • He has gone to school- সে স্কুলে গেছে ।

 

উপরের বাক্যগুলোতে খেয়াল করবেন, বাংলা বাক্যে শেষে, খেয়েছি, খেলেছি, গেছে এমন শব্দের মাধ্যমে শেষ হয়েছে । আর তা দ্বারা প্রকাশ পেয়েছে কাজগুলো কিছুক্ষণ আগে শেষ হয়েছে, কিন্তু কাজের রেস রয়ে গেছে । সুতরাং এটা Present perfect tense.

এখন, আপনারা আরো ৫টি বাক্য নিয়ম অনুসরণ করে লিখুন ।

English Lerning

Present Perfect Continuous:

 

Subject+have/has+ been+ main verb ing form+exc.

 

এখানে, প্রথমে subject বসবে, তারপরে auxiliary verb হিসেবে have/has বসবে । তারপরে বসবে been এবং প্রধান verb এর  present participle form অর্থাৎ ing form বসবে এবং বাক্যের বাকি অংশ বসে বাক্য complete করতে হবে ।

  • I have been waiting for one hour – আমি ১ ঘন্টা যাবত অপেক্ষা করছি ।
  • You have been talking too much – তুমি খুব বেশি কথা বলছ ।

 

এবার আপনাদের জন্য প্রাক্টিসের পালা ।

এর মাধ্যমে আমরা Present tense এ কিভাবে Sentence তৈরি করতে হয় তা শিখে নিলাম ।

 

 

 

 





Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*