সারাদেশে প্রাথমিক শিক্ষা উন্নয়ন কর্মসূচীর (পিইডিপি-৪) আওতায় প্রাক-প্রাথমিকে এবার ৩২ হাজার ৫৭৭ শিক্ষক নিয়োগ দিচ্ছে সরকার। চাকরি জন্য আবেদন করেছেন ১৩ লাখের বেশি প্রার্থী। বিশাল এ সংখ্যাক প্রার্থীর পরীক্ষায় সব ধরনের অনিয়ম বন্ধে এবার নতুন পদক্ষেপ নেয়া হচ্ছে। কেন্দ্রভিত্তিক অনিয়ম বন্ধে এবার লটারির মাধ্যমে পরীক্ষকের ডিউটি নির্ধারণ করা হবে।
সর্বশেষ ২০১৮ সালের নিয়োগে প্রশ্নফাঁস ঠেকানো গেলেও কেন্দ্রভিত্তিক অনিয়ম বন্ধ করতে যায়নি। ওই সময় পাঁচটি জেলায় বিভিন্ন কেন্দ্রের মধ্যে পরীক্ষার্থীদের বলে দেয়া, প্রশ্ন সমাধানে বাইরে থেকে লোক ঢেকে এনে কেন্দ্রের ভেতরে প্রবেশের ঘটনা ঘটে।
আসন্ন পরীক্ষায় এসব অনিয়ম বন্ধে পরীক্ষকদের বিষয়ে তাই নতুন সিদ্ধান্ত নিতে যাচ্ছে অধিদফতর। সিদ্ধান্ত অনুযায়ী, পরীক্ষকদের নজরদারিতে রাখার পাশাপাশি লটারির মাধ্যমে পরীক্ষক কোন কেন্দ্রে ডিউটি করবেন তা লটারির মাধ্যমে নির্ধারণ হবে। পরীক্ষার শুরুর এক থেকে দেড় ঘণ্টা আগে তাকে জানানো হবে। এতে পরীক্ষা হলের মধ্যে পছন্দের পরীক্ষার্থীকে বলে দেয়া বা আগের থেকে কেন্দ্র চুক্তি নেয়ার সুযোগ থাকবে না।
জানা গেছে, গত রবিবার বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয় (বুয়েট) ও প্রাথমিক শিক্ষা অধিদফতরের মধ্যে এ সংক্রান্ত একটি বৈঠক হয়। যেখানে পরীক্ষার্থীদের মতো পরীক্ষকদের ডিউটি লটারির মাধ্যমে নির্ধারণ করা বিষয়ে সিদ্ধান্ত হয়েছে।
Leave a Reply