বিকেএসপি’র প্রমিলা প্রশিক্ষণার্থীদের উন্নয়ন’ শীর্ষক প্রকল্পের আওতায় সারাদেশ হতে নির্বাচিত ২০০ জন ক্রীড়া সম্ভাবনাময় প্রমিলা খেলোয়াড়দের (ক্রিকেট ও ফুটবল: বয়স ১২-১৪ ও ১৫-১৭, হকি : বয়স ১৪-১৮ এবং আর্চারি বয়স ১৪-১৯ বছর) ২ বছর মেয়াদী বিজ্ঞানভিত্তিক আধুনিক প্রশিক্ষণ প্রদান করা হবে।
নিম্নলিখিত স্থানে খেলোয়ার বাছাই করা হবে।
১। রংপুর বিভাগঃ-
১০/১২/২০ ( স্থানঃ- বিকেএসপি আঞ্চলিক প্রশিক্ষণ কেন্দ্র, বাশেরহাট, দিনাজপুর।
২। সিলেট বিভাগঃ-
৭/১২/২০ ( স্থানঃ- বিকেএসপি আঞ্চলিক প্রশিক্ষণ কেন্দ্র, কল্লগ্রাম, বাইপাস,খাদিমনগর, সিলেট।
৩। চট্টগ্রাম বিভাগঃ-
৫/১২/২০ ( স্থানঃ- বিকেএসপি আঞ্চলিক প্রশিক্ষণ কেন্দ্র, সাগরিকারোড, চট্টগ্রাম ।
৪। বরিশাল বিভাগঃ-
১৯/১২/২০ ( স্থানঃ- বিকেএসপি আঞ্চলিক প্রশিক্ষণ কেন্দ্র, গরিয়ারপাড়, বরিশাল ।
৫। খুলনা বিভাগঃ-
১৭/১২/২০ ( স্থানঃ- বিকেএসপি আঞ্চলিক প্রশিক্ষণ কেন্দ্র, আপিলগেট, খুলনা।
ঢাকা
২২/১২/২০ ( স্থানঃ- বিকেএসপি, জিরানী, সাভার, ঢাকা।
রাজশাহী
১২/১২/২০ (রাজশাহী বিকেএসপি)
ময়মনসিংহ
১৪/১২/২০
আগ্রহী খেলোয়াড়রা বাছাইয়ের দিন পর্যন্ত অনলাইনে আবেদন করতে পারবেন।
Leave a Reply