জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে ২০১৮ সালের অনার্স চতুর্থ বর্ষের (বিশেষ) মৌখিক/ব্যবহারিক পরীক্ষা করোনাভাইসের কারণে স্থগিত করা হয়েছিলো। এ পরীক্ষা শুরু হবে ১১ নভেম্বর। চলবে ৩০ নভেম্বর পর্যন্ত।
সোমবার দুপুরে বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করেছেন বিশ্ববিদ্যালিয়ে জনসংযোগ, তথ্য ও পরামর্শ দফতরের পরিচালক ফয়জুল করিম।
তিনি জানান, স্থগিত মৌখিক পরীক্ষা বিষয়ওয়ারি ভিডিও কনফারেন্স (ZOOM APPS) এর মাধ্যমে এবং ব্যবহারিক পরীক্ষা স্বাস্থ্যবিধি মেনে ১১ নভেম্বর ২০২০ থেকে শুরু হয়ে চলবে ৩০ নভেম্বর পর্যন্ত। পরীক্ষার কেন্দ্র তালিকা বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে (www.nubd.info) এ পাওয়া যাবে। পরীক্ষার্থীদের নিজ নিজ কলেজের মাধ্যমে পরীক্ষাকেন্দ্রের সংশ্লিষ্ট শিক্ষকদের সঙ্গে যোগাযোগ করে পরীক্ষায় অংশগ্রহণের জন্য জানানো হয়েছে।
লেখাপড়াবিডি/
Leave a Reply