সরকারি-বেসরকারি প্রাথমিক, মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষাপ্রতিষ্ঠানে সাপ্তাহিক ছুটি একদিন বাড়িয়ে দুই দিন করা হচ্ছে। এ সংক্রান্ত এক প্রস্তাবে অনুমোদন দিয়েছে সংশ্লিষ্ট মন্ত্রণালয় দুটি। বিষয়টি নিশ্চিত করেছেন প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের সিনিয়র সচিব আকরাম-আল হোসেন। দেশের নামকরা কয়েকটি পত্রিকা থেকে এ তথ্য জানা গেছে।
জানা গেছে, বর্তমানে শিক্ষাপ্রতিষ্ঠানে সাপ্তাহিক ছুটি শুক্রবার রয়েছে। এর সঙ্গে শনিবারও ছুটি করার প্রস্তাব দিয়েছে জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ড (এনসিটিবি)। বিষয়টি পর্যালোচনা করে গত ৬ অক্টোবরের বৈঠকে সম্মতি দিয়েছে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় এবং শিক্ষা মন্ত্রণালয়।
আকরাম-আল-হোসেন জানান, শিক্ষা মন্ত্রণালয়ের ওই বৈঠকে সাপ্তাহিক ছুটি শুক্র ও শনিবার করার বিষয়ে প্রস্তাব দেয় এনসিটিবি। এতে সম্মতি দিয়েছে শিক্ষা মন্ত্রণালয় ও প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়। এ বিষয়ে কাজ করছে এনসিটিবি।
এ বিষয়ে জানতে চাইলে এনসিটিবি চেয়ারম্যান অধ্যাপক নারায়ণ চন্দ্র সাহা বলেন, গত বৈঠকে প্রাক-প্রাথমিক থেকে দ্বাদশ শ্রেণি পর্যন্ত একটি কারিকুলামের খসড়া উপস্থাপন করা হয়। এতে সাপ্তাহিক ছুটি দুই দিন করার কথা বলা হয়েছে। নতুন এ কারিকুলাম ২০২২ সালে চালু হবে।
সংশ্লিষ্ট সূত্র বলছে, সাপ্তাহিক সরকারি ছুটি দুই দিন হলেও শিক্ষাপ্রতিষ্ঠানে একদিন। এ জন্য আরেকদিন বাড়িয়ে সরকারি ছুটির সঙ্গে সমন্বয় করার প্রস্তাব করা হয়। এটি ২০২২ সাল থেকে নতুন কারিকুলামের সঙ্গে বাস্তবায়িত হবে।
লেখাপড়াবিডি/
Leave a Reply