এক নেতা, এক দেশ
বঙ্গবন্ধুর বাংলাদেশ।
এক নেত্রী, এক দেশ
শেখ হাসিনার বাংলাদেশ।
এই শ্লোগানে মুজিববর্ষে দপ্তরী কাম প্রহরীদের চাকরি জাতীয়করণের দাবিতে আগামী ২৪ শে আগস্ট প্রাথমিক শিক্ষা অধিদপ্তর এর সামনে লাগাতার অবস্থান কর্মসূচির আহবান জানিয়েছে বাংলাদেশ সরকারি প্রাথমিক বিদ্যালয় কর্মচারী কল্যাণ সমিতি এবং স্বাধীনতা সরকারি প্রাথমিক বিদ্যালয় দপ্তরী সমিতি কেন্দ্রীয় কমিটি।
সকল দপ্তরী কাম প্রহরী সহকর্মী ভাইদের নিজের দাবী বাস্তবায়ন করার জন্য, নিজের ন্যায্য অধিকার আদায় করার জন্য, সকলে দলে দলে যোগদান করার জন্য আহবান জানিয়েছে সংগঠনটি।
চাকুরি জাতীয়করণ এর দাবিতে অতীতে সব আন্দোলন সংগ্রামে সিলেট এর গোয়াইনঘাট উপজেলার ৫নং ১০নং আলীরগাঁও ইউনিয়নের সকল ঐক্যবদ্ধ ছিল এবার ও আছে।
আগামী ২৪/৮/২০২০/ তারিখের মহাজোটের ডাকে অবস্থান কর্মসূচি পালন করার জন্য সিলেট এর গোয়াইনঘাট উপজেলার ৫নং ১০নং আলীরগাঁও ইউনিয়নের সকল সহকর্মী একমত প্রকাশ করেছেন।
তারা জানিয়েছেন, “আমরা অবস্থান কর্মসূচি পালন করার জন্য সর্বদা প্রস্তুত আছি, আপনারা ও প্রস্তুত হোন।
মনে রাখতে হবে সংগঠন যার যার, দাবি সবার।
২৪ তারিখ মহা সমাবেশে সারা বাংলার ৩৭,০০০ হাজার দপ্তরী যোগ দিচ্ছে আপনি ও প্রস্তুত থাকবেন।”
Leave a Reply