Class 2 ( দ্বিতীয় শ্রেণি ) হতে সরকারি মাধ্যমিক বিদ্যালয়ে তৃতীয় শ্রেণিতে ভর্তিচ্ছু শিক্ষার্থীদের পাঠ্যবই ভিত্তিক সহায়িকা (নোট + সাজেশন) , পর্ব : ০২

নোট ধারাবাহিকতা (পর্ব) : ০২ ( পাঠ্যবই সহায়িকা -০২ )

দ্বিতীয় শ্রেণির ক্ষুদে শিক্ষার্থীদের সহায়তায় , তাদের একাডেমিক পাঠ্যপুস্তকের পাশাপাশি ক্লাসের পাঠ বুঝতে সাহায্য করা ও পাঠ্যপুস্তকের আলোকে আরও সৃজনশীলতা বিকাশে অনুরুপ পাঠ হিসাবে নোটটি শেয়ার করা হলো ।

নোটটি থেকে ক্ষুদে শিক্ষার্থীরা তাদের মূল পাঠ বুঝার পাশাপাশি অতিরিক্ত কিছু পাঠ শিখতে পারবে । এ অতিরিক্ত পাঠগুলো যেসকল ক্ষুদে শিক্ষার্থী ২য় শ্রেণির বই পড়ে ,প্রতিযোগিতামূলক পরীক্ষার মাধ্যমে বিভিন্ন সরকারি মাধ্যমিক বিদ্যালয় (জিলা/গার্লস) এ- তৃতীয় শ্রেণিতে ভর্তি হতে চায় তাদের দারুনভাবে সাহায্য করবে । ইনশাআল্লাহ…

নোটটি আপনাদের ছোট্ট সোনামনির প্রয়োজনে ব্যবহার করতে পারেন । আপনারা প্রয়োজন মনে করলে , পরবর্তী তে সকল বিষয়ের বাকি নোটগুলো ধারাবাহিকভাবে শেয়ার করা হবে । ইনশাআল্লাহ..

 

M.H. Bishall দ্বিতীয় শ্রেণি পাঠ্যবই সহায়িকা -০২





About mhBishall 17 Articles
এম.এইচ.বিশাল , এম.এস.সি. - গণিত , খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় , খুলনা . . এম.এইচ.বিশাল বর্তমানে একজন শিক্ষার্থী। পড়ালেখা ছাড়াও কম্পিউটার প্রোগ্রামিং ও গল্পের বই পড়তে ভালবাসেন । ভালবাসেন শিক্ষকতা-কে। বর্তমানে তিনি কর্মরত আছেন দেশের অন্যতম বৃহত্তম একটি বেসরকারী বাণিজ্যিক ব্যাংকে সহযোগী অফিসার হিসাবে । ইতিপূর্বে তিনি কর্মরত ছিলেন দিনাজপুর শহরের একটি সহযোগী শিক্ষা প্রতিষ্ঠানে গণিত শিক্ষক হিসাবে । বর্তমানে “গণিত ” বিষয় নিয়ে এম. এস.সি. (মাস্টার্স) করছেন খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*