৬ আগস্ট পর্যন্ত সব স্কুল-কলেজ ও কোচিং সেন্টার বন্ধের আদেশ জারি

By মোঃ মিলন ইসলাম

Published on:

Advertisements

বাংলাদেশে করোনা ভাইরাসের সংক্রমণ রোধে দেশের সকল শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ রয়েছে মার্চ মাস থেকেই। করোনার সংক্রমণের অবনতি হওয়ায় কয়েকদফায় বাড়িয়েছে শিক্ষা প্রতিষ্ঠানের ছুটি। 

ভাইরাসের সংক্রমণ থেকে শিক্ষার্থীদের সুরক্ষিত রাখতে সব স্কুল-কলেজ-মাদ্রাসা  বিশ্ববিদ্যালয় এবং  কোচিং সেন্টারের ছুটির ৬ আগস্ট পর্যন্ত বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে সরকার। এ পরিস্থিতিতে আগামী ৬ আগস্ট পর্যন্ত সব সরকারি বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠান এবং কোচিং সেন্টার ঘোষণা করে আদেশ জারি করেছে শিক্ষা মন্ত্রণালয়। মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগ থেকে এ আদেশ জারি করা হয়।

আদেশে বলা হয়, আগামী ৬ আগস্ট পর্যন্ত সব সরকারি বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠান এবং কোচিং সেন্টার বন্ধ থাকবে। করোনা ভাইরাস সংক্রমণ রোধে এ সময় শিক্ষার্থীরা নিজ নিজ বাসস্থান অবস্থান করবে। 

আদেশে আরও বলা হয়, শিক্ষার্থীদের বাসস্থানে অবস্থানের বিষয়ে অভিভাবকরা নিশ্চিত করবেন এবং স্থানীয় প্রশাসন তা নিবিড়ভাবে তদারকি করবে। 

 

Leave a Comment