চট্টগ্রাম মহিলা পলিটেকনিক এ অনলাইন ক্লাস শুরু হল আধুনিক ভাবে!

By J F Olloin

Updated on:

মুলত, পলিটেকনিক এর পড়াশুনা ইন্টার লেভেলের পড়াশুনার সাইকেল থেকে একটু ভিন্ন ধরনের। ইন্টার বা এইচ এস সি / সমমান পর্যায় একটি বই যেখানে সর্বোচ্চ ১২/১৫ টি অধ্যায় সম্পন্ন বই শেষ করতে, যেখানে তারা সময় পাচ্ছে, ২২/২৩ মাস।

অপর দিকে, যারা পলিটেকনিক এ পড়ালেখা করছে, ভিন্ন ভিন্ন বিষয়ে, তাদের একটা সেমিস্টার এর সাইকেল মাত্র ৬ মাস, যার মধ্যে, ৩ মাসের মাথায় পর্ব মধ্য পরীক্ষা দিতে হয়, ছাত্র – ছাত্রীদের, এরপর, তাদের সময় থাকে আর ২/১ মাস, যার মধ্যে কিনা, শিক্ষার্থীগন, অনেকে পুরা বই শেষ ও করতে পারেনা অনেকে! তাই একটা না একটা পদক্ষেপ তুলতেই হয়, এভাবে ঘরে বসে থাকা তো চলেনা!

বিশ্বব্যাপি মহামারি করোনা এখন প্রতিদিনই ভিন্ন রুপ পাল্টাচ্ছে। আর সীমিত আকারে যদিও সব খোলা হয়েছে, তাই এখন আরো মৃত্যুর সংখ্যা বাড়ছে, তাই, স্কুল কলেজ, তা ভেবে খুলা হচ্ছেনা, “অনেক মায়ের কোল খালি হতে পারে,” দেশের মুল হোতা দের জীবন নিয়ে প্রশ্ন উঠল এখন! প্রতিদিন ই বাড়ছে আক্রান্ত ও মৃত্যুর সংখ্যা।

এখন চট্টগ্রাম মহিলা পলিটেকনিক এ আর্কিটেকচার এন্ড ইন্টেরিওর ডিজাইন টেকনোলজি এর ইন্সট্রাকটর, ইঞ্জিনিয়ার স্যার “জসীম উদ্দিন”, স্যার এখন সিভিল ইঞ্জিনিয়ারিং ও আর্কিটেকচার ও অন্যান্য সিভিল ডিপার্টমেন্ট এর বিষয়ক বিষয় সমুহের ক্লাস নিয়ে ইউটিউব এ নিয়মিত কার্যক্রম শুরু হয়।

নিচে এর লিংকে দেয়া হয়েছে, আশা করি সবাই উপকার পাবেন এই পোস্ট এর মাধ্যমে। প্লিজ সবার জন্য অবশ্যই শেয়ার করতে ভুলবেন না।

এই লক ডাউন এ ঘরে বসে না থেকে, স্যার এর দেয়া গুরুত্বপুর্ন ভিডিও গুলা, অনেক কাজে আসবে, সামনে যদি পরিস্থিতি ভাল হয়, পরীক্ষা ঠিক মত দিতে পারবে, শিক্ষার্থীরা।

ধন্যবাদ, পোস্ট টি শেয়ার করতে ভুলবেন না, সবার সহায়তা হবে, ইন শা আল্লাহ!

https://www.youtube.com/channel/UCxQQjWZ8MuMKj4RbzasKvew

Leave a Comment