নটর ডেমসহ ৪ কলেজে ভর্তি কার্যক্রম স্থগিতের নির্দেশ

ক্যাথলিক চার্চ (খ্রিস্টান মিশনারি) পরিচালিত রাজধানীর নটর ডেম কলেজ, হলিক্রস কলেজ, সেন্ট জোসেফ উচ্চ মাধ্যমিক বিদ্যালয় এবং সেন্ট গ্রেগরি হাই স্কুল অ্যান্ড কলেজে নিজস্ব প্রক্রিয়ায় একাদশ শ্রেণিতে শিক্ষার্থী ভর্তির কার্যক্রম স্থগিত করার নির্দেশ দিয়েছে ঢাকা শিক্ষা বোর্ড।

অনুমতির একদিন পর বুধবার (৩ জুন) ঢাকা শিক্ষা বোর্ডের কলেজ পরিদর্শক প্রফেসর ড. মো. হারুন-অর-রশিদ স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে বলা হয়, পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত ক্যাথলিক চার্চ (খ্রিস্টান মিশনারি) পরিচালিত শিক্ষা প্রতিষ্ঠানসমূহে ২০২০-২০২১ শিক্ষাবর্ষে একাদশ শ্রেণিতে নিজস্ব প্রক্রিয়ায় ভর্তি কার্যক্রম স্থগিত করা হলো।

এদিকে, নটর ডেম কলেজের বিজ্ঞপ্তিতে বলা হয়, গত মঙ্গলবার (২ জুন) ঢাকা শিক্ষা বোর্ড এই চার কলেজকে তাদের নিজস্ব প্রক্রিায় একাদশ শ্রেণিতে ভর্তির কার্যক্রম শুরু করে ২০ জুনের মধ্যে ভর্তি সম্পন্ন করে বোর্ডকে অবহিত করার নির্দেশনা দিয়েছেন।

‘আজ শিক্ষা বোর্ডের চেয়ারম্যান টেলিফোনে চারটি কলেজকে দেশে করোনা ভাইরাসের উদ্ভূত পরিস্থতির কারণে সব ভর্তি কার্যক্রম স্থগিত করার নির্দেশনা দিয়েছেন। দেশের সার্বিক অবস্থা স্বাভাবিক হলে চেয়ারম্যান মহোদয় চারটি কলেজকে লিখিত পত্রের মাধ্যমে ভর্তি কার্যক্রম সম্পন্ন করার জন্য ১৫ দিন সময় দেবেন।’

বিজ্ঞপ্তিতে বলা হয়, চেয়ারম্যান মহোদয়ের নির্দেশনার প্রতি শ্রদ্ধা রেখে আমরা নটর ডেম কলেজে ভর্তির সব কার্যক্রম স্থগিত ঘোষণা করছি। শিক্ষা বোর্ড থেকে নির্দেশনা পাওয়ার পর ভর্তি কার্যক্রমের নতুন তারিখ কলেজের নির্দিষ্ট ওয়েবসাইটে পুনরায় বিজ্ঞপ্তি প্রকাশ করা হবে।





About লেখাপড়া বিডি ডেস্ক 1526 Articles
লেখাপড়া বিডি বাংলাদেশের প্রথম শিক্ষা বিষয়ক বাংলা কমিউনিটি ব্লগ।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*