৫ বিশ্ববিদ্যালয়ের প্রতিনিধি ফেসবুক লাইভে শিক্ষার্থীদের কাছাকাছি

করোনার বন্ধে শিক্ষক-শিক্ষার্থীদের মাঝে যাতে করে দূরত্ব সৃষ্টি না হয় সেজন্য ৫ বেসরকারি বিশ্ববিদ্যালয়ের পাবলিক রিলেশন ডিপার্টমেন্ট থেকে ফেসবুক লাইভের আয়োজন করা হয়। শিক্ষা বিষায়ক অনলাইন নিউজ পোর্টাল এডুকেশন বাংলা প্রেজেন্টস ফেসবুক লাইভের আলোচনার বিষয় ছিল ‘স্টুডেন্টস এক্সপেকটেশন অ্যান্ড রোল অফ ইউনিভার্সিটিস অনলাইন টিচিং –লার্নিং‘।

ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি অব বিজনেস এগ্রিকালচার এন্ড টেকনোলজির (আইইউবিএটি) পাবলিক রিলেশনস অ্যান্ড প্লেসমেন্ট ডিপার্ট্মেন্ট এর ডেপুটি ডিরেক্টর আল আমিন সিকদার শিহাব এর সঞ্চালনায় উপস্থিত ছিলেন ইস্ট ওয়েস্ট ইউনিভার্সিটির পিআর সেকশনের হেড এস এম মহিউদ্দিন, ইউনাইটেড ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির (ইউআইইউ) ডেপুটি ডিরেক্টর এবং পাবলিক রিলেশনস ডিপার্ট্মেনন্টের হেড আবু সাদাত, সাউথইস্ট বিশ্ববিদ্যালয়ের ব্র‍্যান্ডিং কমিউনিকেশন এন্ড পাবলিক রিলেশন্স ডিপার্ট্মেন্টের ডিরেক্টর মুহাম্মদ ইমতিয়াজ, ইউনিভার্সিটি অব লিবারেল আর্টস বাংলাদেশ (ইউল্যাব) এর ডেপুটি ম্যানেজার (পাবলিক রিলেশনস), মো. ওয়াহিদুজ্জামান । এছাড়া লাইভে যুক্ত ছিলেন দৈনিক ইত্তেফাকের সিনিয়র সাংবাদিক নিজামুল হক এবং দৈনিক কালের কন্ঠের সিনিয়র সাংবাদিক শরিফুল আলম সুমন।

লাইভ অনুষ্ঠানটি প্রতিদিন বেলা ৩ টায় শুরু হয়। অনুষ্ঠানে অনলাইন ক্লাস, পরীক্ষা এবং ভর্তি নিয়ে শিক্ষার্থীদের অনেক প্রশ্নের উত্তর দেওয়া হয়।

ফেসবুক লাইভ অনুষ্ঠানটি সঞ্চালক আইইউবিএটির পাবলিক রিলেশনস অ্যান্ড প্লেসমেন্ট এর ডেপুটি ডিরেক্টর আল আমিন সিকদার শিহাব বলেন, চলমান সংকটময় পরিস্থিতিতে আমাদের শিক্ষার্থীদের মধ্যে যাতে কোন ধরনের ভুল ভ্রান্তির সৃষ্টি না হয় সে জন্য বিশ্ববিদ্যালয়য়ের প্রতিনিধি হিসেবে আমরা এই আলোচনা করার ব্যবস্থা করেছি। করোনার সময় কালে শিক্ষার্থীদের আমরা যে সকল সুযোগ- সুবিধা দিতে পারি তার বিশদ আলোচনা করা হয়েছে। শিক্ষার্থীদের পড়া লেখায় যেন কোন ভাবে ক্ষতি সাধন না হয় সে ব্যাপারের আমরা কর্তপক্ষ কে অনুরোধ করবো।

লাইভটি দেখুনঃ





Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*