শিক্ষা প্রতিষ্ঠানের ছুটি বাড়ল ৫ মে পর্যন্ত

প্রাণঘাতী করোনা ভাইরাসের সংক্রমণ রোধে দেশের সকল শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ রাখা হয়েছে। শিক্ষা প্রতিষ্ঠানের ছুটি বাড়িয়ে ৫ মে পর্যন্ত করা হয়েছে।  শিক্ষা মন্ত্রণালয়ের সুত্রে এ খবর পাওয়া গেছে। 

Advertisement

এর আগে, দেশে করোনা ভাইরাস ছড়িয়ে পড়া প্রতিরোধে সাধারণ ছুটি ৫ মে পর্যন্ত বাড়িয়েছে সরকার। বৃহস্পতিবার (২৩ এপ্রিল) জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে এ সংক্রান্ত প্রজ্ঞাপন  জারি করা হয়েছে। এই ছুটির সময় শিক্ষাপ্রতিষ্ঠান খোলা রাখা যাবে না বলেও উল্লেখ করা হয় প্রজ্ঞাপনে।

প্রজ্ঞাপনে বলা হয়, সরকার ঘোষিত সাধারণ ছুটি ও সাপ্তাহিক ছুটির ধারাবাহিকতায় আগামী ২৬ ও ৩০ এপ্রিল এবং ৩ থেকে ৫ মে সাধারণ ছুটি ঘােষণা করা হলাে। সাধারণ ছুটির সাথে ১ ও ২ মের সাপ্তাহিক  ছুটি সংযুক্ত থাকবে।

 





About মোঃ মিলন ইসলাম 982 Articles
মোঃ মিলন ইসলাম , বাংলাদেশের প্রথম শিক্ষা বিষয়ক বাংলা কমিউনিটি ব্লগ সাইট "লেখাপড়া বিডি"র "চিফ ইডিটর" হিসেবে নিয়োজিত আছেন। এছাড়া, লেখাপড়া বিডি"র প্রতিষ্ঠাতা ও পরিচালক হিসেবে নিয়োজিত আছেন আল মামুন মুন্না।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*