স্টপ-নট “গল্প চালাও,ফিল্ম বানাও” কনটেস্টে সেরা শর্ট ফিল্ম নির্বাচিত ড্যাফোডিলের ‘ফিরে এসো ফারিয়া’

‘স্টপনট’ আয়োজিত ক্যাম্পাসভিত্তিক স্বল্পদৈর্ঘ্য সিনেমা বানানোর প্রতিযোগিতা ‘গল্প চালাও, ফ্লিম বানাও’ তে ড্যাফোডিলের হাসান যোবায়ের এর তৈরি শর্টফিল্ম “ফিরে এসো ফারিয়া” শ্রেষ্ঠ চলচ্চিত্র পুরস্কার লাভ করেছে।1780789_10153245521357203_8713745429579912226_n

শনিবার রাতে Blockbuster Cinema, Jamuna Future Park এ অনুষ্ঠিত হয়েছে Stop Not গল্প চালাও, ফিল্ম বানাও কনটেস্টের গালা ইভেন্ট। যেখানে ঘোষণা করা হয় ১০টি শর্ট ফিল্মের মধ্যে সেরা শর্ট ফিল্মটির নাম।

পারফেট্টি ভ্যান মেলে বাংলাদেশ প্রাইভেট লিমিটেডের অন্যতম ব্র্যান্ড ‘স্টপ নট’। গ্রে অ্যাডভার্টাইজিং ও কারখানা প্রডাকশনের সহযোগিতায় দেশের ১০টি বিশ্ববিদ্যালয়ের নির্বাচিত ১০ শিক্ষার্থীর টিম ১০টি স্বল্পদৈর্ঘ্য সিনেমা নির্মাণ করেন। ১০ মিনিটের সিনেমাগুলো ১৮ নভেম্বর ফেসবুকে মুক্তি দেওয়া হয়।

এরই ধারাবাহিকতায় মজার ও রোমান্টিক ধাচের একটি গল্প  ‘ফিরে এসো ফারিয়া’ নির্মাণ করে ড্যাফোডিল বিশ্ববিদ্যালয়ের এ শিক্ষার্থীরা।10312460_10153245521842203_8104595471367119452_n

এই প্রতিযোগিতায় অংশগ্রহণ করা অন্য বিশ্ববিদ্যালয়গুলো হচ্ছেঃ ইনডিপেনডেন্ট ইউনিভার্সিটি অব বাংলাদেশে (শেষের পরের চিঠি), স্টামফোর্ড বিশ্ববিদ্যালয় (প্রত্যাবর্তন), ব্র্যাক বিশ্ববিদ্যালয় (মিলু আর কোনোদিন সাইকেল হারায়নি), ঢাকা বিশ্ববিদ্যালয় (মরণ ঢুলি), সাউথইস্ট ইউনিভার্সিটি (আংটি রহস্য), আমেরিকান ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি বাংলাদেশ (এক কাপ চা), ইস্টার্ন ইউনিভার্সিটি (যানজট বিভ্রান্তি), ইউনাইটেড ইউনিভার্সিটি (চিরকুট) এবং জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় (বুনোফুল)।

এই প্রতিযোগিতার সব কয়টি ফিল্ম দেখা যাবে এই লিঙ্কে





About আল মামুন মুন্না 822 Articles
আল মামুন মুন্না, বাংলাদেশের প্রথম শিক্ষা বিষয়ক বাংলা কমিউনিটি ব্লগ সাইট "লেখাপড়া বিডি"র প্রতিষ্ঠাতা ও পরিচালক হিসেবে নিয়োজিত আছেন। জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীন যশোর সরকারী এম. এম. কলেজ থেকে ফিন্যান্স এন্ড ব্যাংকিং বিষয় নিয়ে বি.বি.এ অনার্স ও আজম খান সরকারী কমার্স কলেজ থেকে এমবিএ সম্পন্ন করেছেন।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*