আসসালামু আলাইকুম
আজকে আমরা ইংরেজীতে Tense সম্পর্কে আলোচনা করব ।
আমরা জানি Tense প্রধানত তিন প্রকার ।
- Present Tense.
- Past Tense.
- Future Tense.
আমরা নিশ্চয়ই ছোট ক্লাসে পড়ে এসেছি । এই তিন প্রকার Tense আবার প্রত্যকে চার ভাগে বিভক্ত । তবে এখন আর ঐ বিভক্তির দিকে যাব না । যখন যেই কাল নিয়ে আলোচনা করব । তখনই তার প্রকার ভেদ নিয়ে আলোচনার করতে করতে বাক্য গঠন বা Sentence making শিখব ।
Present Tense কে আবার চার ভাগে ভাগ করা যায় ।
- Present Simple
- Present Continuous
- Present Perfect
- Present Perfect Continuous
Present Simple:
বাক্যের গঠনঃ
Subject + verb(present form)+ exc.
আমরা উপরে simple present tense এর বাক্যের গঠন দেখতে পাচ্ছি ।
এই ধরনের বাক্য লিখতে হলে প্রথমে subject বসাতে হবে, তারপরে verb এর present form বসাতে হবে ।
এখন কোন verb এর present, past এবং future form টি কেমন তা আপনারা যেকোন একটা ভাল গ্রামার বই ফলো করে মুখস্থ করে নিতে পারেন । (যেমনঃ go- যাওয়া, এটা present form , এর past form হচ্ছে went, future form হচ্ছে gone.) আমাদের খুব পরিচিত একটা ইংলিস গ্রামার বই Advanced English Grammar বইটিও ফলো করতে পারেন । আমি আপনাদের শুধু নিয়মগুলো বুঝিয়ে দিচ্ছি, কিন্তু আসল কাজগুলো আপনাকেই করতে হবে ।
কিছু Simple Present এর উদারহরণ দেখি,
- John lives in New York- জন নিউইয়র্কে থাকে ।
- We play football every day- আমরা প্রতিদিন ফুটবল খেলি ।
- You are really kind- তুমি সত্যিই দয়ালু ।
- The meeting starts at 3 PM- মিটিং শুরু হয় বেলা ৩টায় ।
আমরা যদি উপরের উদারহরণে ইংরেজি বাক্যগুলোর গঠনগুলো একটু খেয়াল করি তবে আমরাও শিখে যাব এমন বাক্য তৈরিতে । আর যদি বাংলা অনুবাদের শেষের অংশগুলো নিয়ে একটু চিন্তা করি , তাহলে এটা আমরা ভুলে যাব না । প্রথম বাক্যের শেষে রয়েছে, ‘থাকে’, দ্বিতীয় বাক্যের শেষে রয়েছে ‘খেলি’ এইগুলো দেখলে সহজেই বুঝা যায় ঘটনাটি বর্তমানে সচারাচার ঘটে । এ থেকে আমরা Simple Present Tense সম্পর্কে ধারণা পেতে পারি ।
এবার আসুন আপনিও পূর্বের পর্বের কিছু নিয়ম আর এই পর্ব এর Simple Present Tense এর নিয়মটি অনুসরণ করে, নিজ থেকে পাচটি বাক্য লেখার চেষ্টা করুন । যদি সফল হন, তবে আপনি Simple present tense এ বাক্য গঠন শিখে ফেললেন ।
এবার আমরা যাব Present Continuous Tense এ
Present Continuous:
নামটি শুনেই বুঝা যাচ্ছে, একটা চলমান ঘটনা বা এইধরনের কিছুই এ টাইপ থেকে বাক্যে প্রকাশ পাবে । কারণ Present মানে হল, বর্তমান আর Continuous মানে চলমান কিছু বুঝায় ।
বাক্যের গঠনঃ
Subject +am/is/are+ main verb + ing + exc.
আমরা বুঝতেই পারছি, প্রথমে বাক্য লিখতে হলে, একটা subject অবশ্যই লাগবে, তারপরে সাহায্যকারী verb হিসেবে বসবে am/is/are তারপরে বসবে মূল verb এর ing যুক্ত form. তারপরে বাকি অংশ । প্রাথমিক ভাবে এটা মনে রাখা জরুরি যে, কোন বাক্যে am/is/are মানেই পরে verb এর ing form বসবে । আর এটা Present Continuous Tense.
এখন আমরা কিছু বাক্য দেখি উদারহরণ সরূপ,
- He is sleeping- সে ঘুমাচ্ছে ।
- I am visiting Dhaka in the afternoon- আমি বিকালে ঢাকা যাচ্ছি ।
- You are always coming late for the meetings!- তুমি সব সময় মিটিং এ দেরী করে আসচ্ছ ।
এখানে, আমরা বাক্যের গঠনের সাথে উপরের উদারহরণ গুলো মিলায় । তারপরে বাংলা অনুবাদের শেষ অংশগুলো খেয়াল করি দেখব যে বাক্যগুলোর শেষে ঘুমাচ্ছে, যাচ্ছি, আসচ্ছ এই ধরনের চলমান verb রয়েছে, তার মানেই এটা Present Continuous Tense.
এবার আমরা নিজেরা এই নিয়মটি অনুসরণ করে পাঁচটি বাক্যটি লিখতে চেষ্টা করি ।
আজকে এই পর্যন্তই আগামী পর্বে বাকিগুলো পর্যায়ক্রমে আলোচনা করা হবে, ইনশাআল্লাহ ।
Leave a Reply