যুব ও ক্রীড়া মন্ত্রণালয় এর যুবকল্যাণ তহবিল অনুদানের বিজ্ঞপ্তিঃ যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের যুবকল্যাণ তহবিল থেকে যুব সংগঠনকে আত্মকর্মসংস্থানমূলক প্রকল্প বাস্তবায়নের লক্ষ্যে ২০১৯-২০২০ অর্থবছরের জন্য প্রকল্পভিত্তিক অনুদান প্রদানের জন্য অনলাইনের মাধ্যমে দরখাস্ত আহ্বান করা হয়েছে।
অনলাইনে আবেদন করার জন্য কিছু নীতিমালা ও শর্তাবলী দেয়া হয়েছে। নিচে নীতিমালা ও শর্তাবলী গুলো দেয়া হলো।
- আবেদনকারী যুব সংগঠনসমূহকে আবশ্যিকভাবে (Mandatory) দেশের বিদ্যমান আইন অনুযায়ী রেজিষ্ট্রেশন/নিবন্ধনভুক্ত হতে হবে।
- যুবকল্যাণ তহবিল হতে প্রকল্পভিত্তিক অনুদান প্রদানের ক্ষেত্রে যুব উন্নয়ন অধিদপ্তরের স্বীকৃতিপ্রাপ্ত/নিবন্ধিত সংগঠনকে অগ্রাধিকার দেয়া হবে।
- উপানুষ্ঠানিক শিক্ষা, ধাত্রীবিদ্যা, ঋণ কার্যক্রম ইত্যাদি সম্পর্কিত কার্যক্রম/প্রকল্প অনুদান প্রদানের ক্ষেত্রে বিবেচনা করা হবে না।
- প্রস্তাবিত প্রকল্প বাস্তবায়নের জন্য সম্ভাব্য মােট ব্যয়ের কমপক্ষে শতকরা ১০ (দশ) ভাগ অর্থ সংগঠনের নিজস্ব তহবিল থেকে বহন করতে হবে।
- নির্বাচিত সংগঠনের প্রকল্পের গুণাগুণ (Merit) বিবেচনা করে সর্বোচ্চ ৫০ (পঞ্চাশ) হাজার টাকা পর্যন্ত প্রকল্প অনুদান প্রদান করা হবে।
- যুবনারী/বিশেষ চাহিদাসম্পন্নদের (তৃতীয়লিঙ্গসহ) দ্বারা পরিচালিত সংগঠনকে অনুদান প্রদানের ক্ষেত্রে অগ্রাধিকার দেয়া হবে।
- আবেদনপত্রের নির্ধারিত ফরম যথাযথভাবে পূরণপূর্বক দাখিলকৃত তথ্যাদি সমর্থনে প্রমাণক আপলােড করতে হবে।
- গত অর্থবছরের যেসব যুব সংগঠন অনুদান পায়নি তাদের অগ্রাধিকার দেয়া হবে।
- দুর্গম/পশ্চাৎপদ এবং দারিদ্র্য মানচিত্র (Poverty Map) অনুযায়ী দারিদ্র্যপীড়িত এলাকার আবেদনকারী যুব সংগঠনকে সকল শর্ত পূরণ সাপেক্ষে অনুদান প্রদানে অগ্রাধিকার দেয়া হবে।
- আবেদনকারী সংগঠন রাষ্ট্র বা সমাজবিরােধী কার্যক্রমের সাথে সম্পৃক্ত নয় মর্মে স্থানীয় জনপ্রতিনিধি/উপজেলা চেয়ারম্যান/মেয়র/ওয়ার্ড কাউন্সিলর/ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান-এর নিকট হতে প্রত্যয়নপত্র সংগ্রহপূর্বক এর হার্ডকপি উপজেলার ক্ষেত্রে উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা এবং মহানগরীর ক্ষেত্রে থানা ইউনিট কার্যালয়ে জমা দিতে হবে। এ প্রত্যয়নপত্র ব্যতীত কোন আবেদন গ্রহণযােগ্য হবে না।
- অসম্পূর্ণ/ত্রুটিপূর্ণ আবেদনপত্র বাতিল বলে গণ্য হবে।
আবেদন পদ্ধতিঃ
আবেদনকারীকে অবশ্যই অনলাইনে আবেদন করতে হবে। অনলাইনে আবেদন করতে যু্ব ও ক্রীড়া মন্ত্রণালয়ের ওয়েবসাইট (www.moysports.gov.bd) অথবা সরাসরি http://103.48.18.205/Grants/ ব্রাউজ করে নির্ধারিত অনলাইন আবেদন ফরম পূরণ করতে হবে।
আবেদন করার শেষ তারিখঃ ২০ এপ্রিল ২০২০
নির্ধারিত সময়ের মধ্যে আবেদন না করলে পরবর্তীতে কোন ভাবেই আবেদন করা যাবে না।
Leave a Reply