করোনাভাইরাসে মসজিদ বন্ধে কি ইসলামের ক্ষতি হচ্ছে?

করোনাভাইরাসের কারণে মসজিদগুলি বিভিন্ন স্থানে বন্ধ হয়ে যাচ্ছে। অনেকের মতে, ইসলামের এতে অনেক ক্ষতি হচ্ছে।

তবে, আমার মতে আমি বলব এটি একটি গুরুত্বপূর্ণ পন্থা। কেননা,ইসলাম কখনো চায় না যে কোনো কারণে কারে কোনো ক্ষতি হোক।

মসজিদ বন্ধ করে দেওয়ার মানে এই না যে তারা নামাজ পড়তে পারবে না।

সাময়িক সময়ের জন্য তারা বাড়িতে নামাজ পরবে।

যারা এই উদ্যেগটি নিয়েছে তাদেরকে অভিনন্দন জানাই।





About আল সাকিব 1 Article
I am a very ordinary boy. I came here to learn from everyone.

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*