বি.এসসি (অনার্স) AMT,KMT,FDT প্রথম বর্ষ ২য় সেমিস্টার পরীক্ষার সময়সূচী ২০২০

বি.এসসি (অনার্স) প্রথম বর্ষ ,২য় সেমিস্টার পরীক্ষার সময়সূচী ২০২০: জাতীয় বিশ্ববিদ্যালয়ের ২০১৯ সালের বি.এসসি (অনার্স) ইন-এ্যাপারেল ম্যানুফ্যাকচার এন্ড টেকনােলজি (AMT),নীটওয়্যার ম্যানুফ্যাকচার এন্ড টেকনােলজি (KMT), ফ্যাশন ডিজাইন এন্ড টেকনােলজি (FDT),প্রথম বর্ষ, ২য় সেমিসটার পরীক্ষার সময়সূচী প্রকাশিত হয়েছে। জাতীয় বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে এই সময়সূচী প্রকাশ করা হয়।

প্রকাশিত সময়সূচী অনুযায়ী ২০১৯ সালের বি.এসসি (অনার্স) ইন-এ্যাপারেল ম্যানুফ্যাকচার এন্ড টেকনােলজি (AMT),নীটওয়্যার ম্যানুফ্যাকচার এন্ড টেকনােলজি (KMT), ফ্যাশন ডিজাইন এন্ড টেকনােলজি (FDT),প্রথম বর্ষ, ২য় সেমিসটার পরীক্ষা আগামী ০৫-০৪-২০২০ তারিখ থেকে শুরু হবে।

AMT,KMT,FDT প্রথম বর্ষ ২য় সেমিস্টার পরীক্ষার সময়সূচী ২০২০

  • পরীক্ষা শুরুর ৪/দিন পূর্বে জাতীয় বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে (www.nu.ac.bd/info/admin) রােল বিবরণী ও ডিজিটাল স্বাক্ষরযুক্ত প্রবেশপত্র পাওয়া যাবে।  প্রবেশপত্রে কোন প্রকার ত্রুটি থাকলে পরীক্ষা আরম্ভের তারিখের পূর্বে অবশ্যই সংশােধন করে নিতে হবে।
  • প্রবেশপত্র ছাড়া কোনভাবেই পরীক্ষায় অংশগ্রহণ করা যাবে না।
  • ব্যবহারিক পরীক্ষা তত্ত্বীয় পরীক্ষার পর অনুষ্ঠিত হবে। তারিখ ও সময়সূচী পরীক্ষার্থীগণ নিজ নিজ প্রতিষ্ঠান থেকে পরবর্তীতে জেনে নিতে হবে। 





About মোঃ মিলন ইসলাম 1011 Articles
মোঃ মিলন ইসলাম , বাংলাদেশের প্রথম শিক্ষা বিষয়ক বাংলা কমিউনিটি ব্লগ সাইট "লেখাপড়া বিডি"র "চিফ ইডিটর" হিসেবে নিয়োজিত আছেন। এছাড়া, লেখাপড়া বিডি"র প্রতিষ্ঠাতা ও পরিচালক হিসেবে নিয়োজিত আছেন আল মামুন মুন্না।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*