জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত ( চলতি শিক্ষাবর্ষের অধিভুক্তি নবায়ন থাকা সাপেক্ষে ) কলেজ / ইনস্টিটিউটসমূহে ২০১৮ – ২০১৯ শিক্ষাবর্ষে বিএফএ স্নাতক ( পাস ) কোর্সে ভর্তি বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত ( চলতি শিক্ষাবর্ষের অধিভুক্তি নবায়ন থাকা সাপেক্ষে ) কলেজ / ইনস্টিটিউটসমূহে ২০১৮ – ২০১৯শিক্ষাবর্ষে বিএফএ স্নাতক ( পাস ) কোর্সে ভর্তি সংক্রান্ত তথ্য ও নিয়মাবলী নিচে দেয়া হলো।
বিএফএ স্নাতক ( পাস ) কোর্সে আবেদন যােগ্যতা ও নিয়মাবলীঃ
- জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে বিএফএ ( প্রি – ডিগ্রী ) পরীক্ষায় উত্তীর্ণ শিক্ষার্থরা এ ভর্তি কার্যক্রমে আবেদন করতে পারবে ।
- আবেদনকারী প্রার্থী সংযুক্ত আবেদন ফরম ( নমুনা ফরম – ১ ) অনুযায়ী সকল তথ্য সঠিকভাবে পূরণ করে তারিখসহ স্বাক্ষর করবে । আবেদনকারীকে সম্প্রতি তােলা দুই কপি পাসপাের্ট আকারের রঙ্গিন ছবি আবেদন ফরমে সংযুক্ত করে তার শিক্ষাগত যােগ্যতার সার্টিফিকেট ( যদি থাকে ) , নম্বরপত্র , রেজিস্ট্রেশন কার্ডের সত্যায়িত কপি ও নির্ধারিত ফি সংশ্লিষ্ট কলেজে ০২ মার্চ থেকে ১৫ মার্চ ২০২০ তারিখের মধ্যে জমা দিতে হবে ।
ফিসের হারঃ
ক) প্রাথমিক আবেদন ফি : ৩০০/-
(২০০/= টাকা জাতীয় বিশ্ববিদ্যালয়ে প্রেরণ করতে হবে এবং ১০০/= টাকা সংশ্লিষ্ট কলেজ জমা রাখবে)
খ) (i) রেজিস্ট্রেশন ফি: ১২০০/-
(ii) ক্রীড়া ও সংস্কৃতি ফি : ২০/-
(iii) বিএনসিসি ফি : ০৫
(iv) রােভার স্কাউট ফি : ১০/-
মােট = ১২৩৫/-(এক হাজার দুইশত পঁয়ত্রিশ) টাকা।
বি. দ্র : নির্ধারিত সময়ের পর কোন অবস্থাতেই ভর্তি সংক্রান্ত কোন কাগজপত্র সংশ্লিষ্ট শাখায় গ্রহণ করা হবে না। বিলম্বে ভর্তির বিশেষ অনুমতির জন্য কোন প্রকার আবেদন বিশ্ববিদ্যালয়ে গৃহীত হবে না।
ভর্তি সংক্রান্ত সময়সূচি :
- প্রাথমিক আবেদন ফরম পূরণ ও প্রার্থিত কলেজে আবেদন ফরম জমা দেয়ার তারিখ : ০২ / ০৩ / ২০২০ থেকে ১৫ / ০৩ / ২০২০
- কলেজ কর্তৃক নমুনা ছক অনুযায়ী শিক্ষার্থদের ডাটা এন্ট্রি করে জাতীয় বিশ্ববিদ্যালয়ে জমা দেয়ার তারিখ: ১৬ / ০৩ / ২০২০ থেকে ২২ / ০৩ / ২০২০
- ভর্তিকৃত শিক্ষার্থীদের ভর্তি ফাগু ও রেজিস্ট্রেশন ফি সােনালী সেবার মাধ্যমে সােনালী ব্যাংক জাতীয় বিশ্ববিদ্যালয়ের শাখায় জমা দেয়ার তারিখ :২৭ / ০৩ / ২০২০ থেকে ০২ / ০৪ / ২০২০
বিএফএ স্নাতক (পাস) কোর্সের ভর্তি বিজ্ঞপ্তি ডাউনলোাড
রেজিস্ট্রেশনের মেয়াদ :
- ০৩ বছর মেয়াদী বিএফএ স্নাতক ( পাস ) কোর্সের রেজিস্ট্রেশনের মেয়াদ হবে বিরতিহীনভাবে ০৬ বছর । রেজিস্ট্রেশনের মেয়াদ বৃদ্ধি বা নবায়ন করা হবে না ।
নিম্নবর্ণিত কলেজসমূহে ২০১৮ – ২০১৯ শিক্ষাবর্ষে বিএফএ স্নাতক ( পাস ) কোর্সে ভর্তির জন্য আবেদন করা যাবে ।
- BOGRA ART COLLEGE, BOGRA
- NARAYANGANJ FEE ART INSTITUTE, NARAYMGANJ
- RAJSHAHI ART COLLEGE, RAJSHAHI
- SHILPACHARYA ZAINUL ABEDIN •FINE ART INSTITUTE, MYMENSING
- S.M. SULTAN FINE ART COLLEGE, JOssORE
- DHAKA ART COLLEGE, DHAKA•SM SULTAN BENGAL CHARUKALA •MOHABIDYALAY,NARAIL
Leave a Reply