বিমান বাংলাদেশ এয়ারলাইন্স লিমিটেডের ইন্টার্নশীপের জন্য দরখাস্ত প্রসঙ্গে বিজ্ঞপ্তি

বমান বাংলাদেশ এয়ারলাইন্স লিমিটেডের এককসেবা পরিদপ্তরাধীন কার্যক্রমের উপর ইন্টার্নশীপ কোর্স: বিমান বাংলাদেশ এয়ারলাইন্স লিমিটেডের এককসেবা পরিদপ্তরাধীন কার্যক্রমের উপর ইন্টার্নশীপ কোর্সের জন্য সংযুক্ত ছক মোতাবেক দরখাস্ত আহবান করা হয়েছে । সংযুক্ত ছক পূরণ করে আগামী ১০ /০৩ / ২০২০ তারিখের মধ্যে তাঁর বিশ্ববিদ্যালয়ের সংশ্লিষ্ট বিভাগের আগ্রহী ছাত্র – ছাত্রীদের তালিকা নিম্নস্বাক্ষরকারী বরাবর প্রেরণের জন্য অনুরােধ করা হয়েছে। 

 

 

ইন্টার্নশীপের জন্য যােগ্যতা ও নিয়মাবলিঃ

  • ০৪ (চার) বৎসর মেয়াদে সম্মান কোর্সের সর্বশেষ বর্ষ অথবা স্নাতকোত্তর কোর্সের ছাত্র/ ছাত্রী হতে হবে।
  • বাংলাদেশের ইউজিসি অধিভুক্ত সরকারি/বেসরকারি বিশ্ববিদ্যালয়ের ছাত্র-ছাত্রীরা দরখাস্ত করতে পারবেন।
  • টারিজম এন্ড হসপিটালিটি ম্যানেজমেন্ট, মার্কেটিং, ম্যানেজমেন্ট এবং এতদ্বসংশ্লিষ্ট বিষয়ের ছাত্র/ছাত্রী আবেদন করতে পারবেন।
  • ইন্টার্ন শিক্ষার্থীকে বিগত বর্ষের স্নাতক পর্যায়ে গড় সিজিপিএ ৩.০ (৪.০ এর মধ্যে) এবং এসএসসি ও এইচএসসিতে কমপক্ষে জিপিএ ৪.০ (৫.০ এর মধ্যে) থাকতে হবে।
  • একটি প্রতিষ্ঠান/বিশ্ববিদ্যালয় থেকে সর্বোচ্চ ১০ (দশ) জন শিক্ষার্থীর আবেদন প্রেরণ করা যাবে।
  • নিযুক্তির মেয়াদকাল সর্বোচ্চ ০৩-০৬ মাস।
  • বিমান কর্তৃক নির্ধারিত প্রশিক্ষণে অংশগ্রহণ করতে হবে।
  • বিমান কর্তৃক নির্ধারিত সময়ে দায়িত্ব পালন করতে হবে।
  • ইন্টার্নশীপ চলাকালীন বিমান কর্তৃক প্রদত্ত নির্ধারিত ইউনিফর্ম পরিধান করতে হবে।
  • বর্ণিত কাজে প্রার্থীকে প্রতিদিন ‘Internship Allowance’ হিসেবে ৭০০/- টাকা প্রদান করা হবে।
  • প্রশিক্ষণকালীন তিনি শুধুমাত্র ৩৫০/- টাকা ‘Training Allowance’ হিসেবে প্রাপ্য হবেন।
  • বেসিক কম্পিউটার লিটারেসি থাকতে হবে।
  • এই ইন্টার্নশীপ কোনভাবেই বিমানের স্থায়ী/অস্থায়ী চাকুরি হিসেবে গণ্য হবে না।
  • প্রশিক্ষণ শেষে বিমান কর্তৃক প্রার্থীকে সনদপত্র প্রদান করা হবে।





About মোঃ মিলন ইসলাম 1011 Articles
মোঃ মিলন ইসলাম , বাংলাদেশের প্রথম শিক্ষা বিষয়ক বাংলা কমিউনিটি ব্লগ সাইট "লেখাপড়া বিডি"র "চিফ ইডিটর" হিসেবে নিয়োজিত আছেন। এছাড়া, লেখাপড়া বিডি"র প্রতিষ্ঠাতা ও পরিচালক হিসেবে নিয়োজিত আছেন আল মামুন মুন্না।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*