আসসালামু আলাইকুম
আজকে আপনাদের সামনে আলোচনা করব । সহজে কিভাবে শুদ্ধ ইংলিস বাক্য বা sentence লিখবেন ।
প্রথমে আমাদের একটি অতি পরিচিত sentence দিয়ে শুরু করছি , আমাদের আলোচনা ।
I eat rice- আমি ভাত খাই
এখানে, I= Subject
Eat = principle verb অথবা প্রধান ক্রিয়া ।
Rice= predicate অথবা যাকে বা যা উদ্দ্যেশ্য করে কিছু বলা হয় ।
সুতরাং, এখন আমরা একটা নিয়ম শিখে গেলাম, কিভাবে সহজে একটি বাক্য লেখা যায় ।
তাহলে, দেখি নিয়মটিঃ
১। Subject+ main verb+ Extention
সাবজেক্ট+ প্রধান ক্রিয়া + বাকি অংশটুকু ।
তাহলে, আরো কিছু উদারহরণ দেখি,
I go to school- আমি স্কুলে যাই ।
I like football- আমি ফুটবল পছন্দ করি ।
He goes to school- সে(পুরুষ) স্কুলে যায় ।
They play football- তারা ফুটবল খেলে ।
We like football- আমরা ফুটবল পছন্দ করি ।
উপরে যে বাক্যগুলো উল্লেখ করা হয়েছে, সবই ১নং নিয়মের আওতায় পড়ে ।
এবার আপনিও নিজে নিজে কিছু বাংলা বাক্য লিখুন ছোট ছোট আর সেগুলোর ইংলিস করার চেষ্টা করুন ।
দ্বিতীয় নিয়মে যাওয়ার আগে প্রথম নিয়মের উদাহরণগুলোর ব্যাপারে একটু আলোচনা করে নেই ।
আমরা উপরের দ্বিতীয় উদারহরণ যদি লক্ষ্য করি, তাহলে দেখব একটি বাক্য,
He goes to school – সে(পুরুষ) স্কুলে যায় ।
এখানে, প্রশ্ন হতেই পারে প্রথম উদাহরণে, আমি স্কুলে যাই লিখতে I go to school লিখলাম্ কিন্তু সে স্কুলে যায় লিখতে He এরপরে goes লিখলাম কেন ? go এর পর es যোগ করল কেন ?
- এর নিয়মটি হল, 3rd person singular এর পর মূল verb এর শেষে s/es যোগ করতে হবে ।
এখন দেখে নেই, কোনটা কি person,
I, We, – First Person.
মূল verb এর পরে s/es বসে না ।
You,Your- Second Person.
মূল verb এর পরে s/es বসে না ।
He, She – Third Person Singular Number.
মূল verb এর শেষে s/es যোগ করতে হবে ।
They- Third Person Plural Number.
মূল verb এর পরে s/es বসে না ।
এখন দ্বিতীয় নিয়মে যাব ।
২।Subject+ auxiliary verb+ main verb+ exe.
সাবজেক্ট+ সাহায্যকারী verb+ প্রধান verb+ বাকি অংশ ।
কিছু উদাহরণ দেখি,
I am a boy- আমি একজন ছেলে/বালক ।
He is a boy- সে একজন ছেলে/বালক
We are student- আমরা শিক্ষার্থী ।
They are playing cricket- তারা ক্রিকেট খেলচ্ছে ।
উল্লেখিত উদারহরণগুলো দ্বিতীয় নিয়মের সাথে মিলিয়ে দেখুন আর আপনিও নিজে নিজে কিছু বাক্য এইভাবে ইংলিসে লেখার চেষ্টা করুন । খাতায় লিখে প্রাক্টিস করলে আরো ভাল হবে ।
আজকে এই পর্যন্ত । আগামী পর্বে Tense নিয়ে আলোচনা করব, ইনশাআল্লাহ । যাতে Sentence making আরো সহজ হয়ে যায় ।
Leave a Reply