জীবন যেমন গড়তে হবে

লেখক :– অমিত কুমার কুন্ড

তৃণভোজীর খাবার পেয়ে তৃণভূমি চরতে হয়

হাঁটাহাঁটি শিখতে খোকার বারেবারে পড়তে হয়

ইটকে নিরেক হতে যেমন মাটির জীবম মরতে হয়

জীনবটাকে পুরতে তেমন নতুন ভাবে গড়তে হয়।

শীর্ষ আসন রাখতে গেলে অনেক কিছু করতে হয়

অনেক কিছু ছেড়ে দিয়ে অনেক কিছু ধরতে হয়

জীবন জুরে হাজার প্রলোভনের ফাদে পড়তে হয়

নিজের সাথে যুদ্ধ করে নিজের জীবন গড়তে হয়

ঝরনাধারার নদী হতে অন্তকাল ঝরতে হয়

অধীন জীবন স্বাধীন হতে মন মগজে লড়তে হয়

জ্ঞানী হতে গুণী জনের সৃষ্টিসুধা পড়তে হয়

হাজার রকম মোহ ভুলে জীবনটাকে গড়তে হয়।

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *