ঝিনাইদহ এক্স ষ্টুডেন্ট ক্যাডেট এসোসিয়েশন (জেসকা) -এর নতুন সভাপতি পদে আবু ইউসুফ মো. আব্দুল্লাহ বিপুল ভোটে নির্বাচিত।

বিপুল উৎসাহ উদ্দীপনা ও উৎসবমুখর পরিবেশে (৬ সেপ্টেম্বর, শুক্রবার) ঝিনাইদহ এক্স ষ্টুডেন্ট ক্যাডেট এসোসিয়েশন (জেসকা) -এর সভাপতি সহ অন্যান্য নির্বাহী পদে নির্বাচনের ভোট গ্রহণ শেষ হয়েছে।

এতে সভাপতি পদে এনইউবি ট্রাস্টি বোর্ডের চেয়ারম্যান ও নর্দান ইউনিভার্সিটি অব বিজনেস এন্ড টেকনোলজি খুলনা -এর উপাচার্য ড. আবু ইউসুফ মোঃ আব্দুল্লাহ পরবর্তী দুই বছরের জন্য সভাপতি নির্বাচিত হয়েছেন। প্রতিদ্বন্ধী প্রার্থী ছিলেন ব্রিগেডিয়ার জেনারেল (অব) সেলিম।

ভোটগণনা শেষে ফলাফল ঘোষণা করেন নির্বাচন কমিশনের প্রধান ব্রিগেডিয়ার জেনারেল (অব) আহসান। এসময় বিজয়ীরা ব্যাপক উল্লাস করেন।

সভাপতি নির্বাচনের পর তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় বিজয়ী সভাপতি ড. আবু ইউসুফ মো. আব্দুল্লাহ বলেন, সবাইকে সাথে নিয়ে জেসকার অধিকতর উন্নয়নের কর্মসূচী হাতে নেয়া হবে। যারা নির্বাচনে অক্লান্ত পরিশ্রম করে আমাকে বিজয়ী করেছেন তাঁদেরকে কৃতজ্ঞতা জানাই।





About লেখাপড়া বিডি ডেস্ক 1526 Articles
লেখাপড়া বিডি বাংলাদেশের প্রথম শিক্ষা বিষয়ক বাংলা কমিউনিটি ব্লগ।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*