বশেমুরবিপ্রবিতে ডেঙ্গু সচেতনতা বিষয়ক সেমিনার

মো. ইকবাল হোসেন, বশেমুরবিপ্রবি: গোপালগঞ্জের বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (বশেমুরবিপ্রবি) বায়োটেকনোলজি অ্যান্ড জেনেটিক ইঞ্জিনিয়ারিং (বিজিই) বিভাগের আয়োজনে ডেঙ্গু বিস্তারের কারণ, প্রতিরোধ ও সচেতনতা শীর্ষক সেমিনার অনুষ্ঠিত হয়েছে।

আজ শনিবার (৩১ আগস্ট) সকাল ১১টায় বিশ্ববিদ্যালয়ের অ্যাকাডেমিক ভবনের ৫০১ নম্বর কক্ষে সেমিনারটি অনুষ্ঠিত হয়। বায়োটেকনোলজি অ্যান্ড জেনেটিক ইঞ্জিনিয়ারিং (বিজিই) বিভাগের সভাপতি আবদুল্লাহ-আল-জোবায়েরের সভাপতিত্বে সেমিনারে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. খোন্দকার নাসিরউদ্দিন।

আলোচক হিসেবে উপস্থিত ছিলেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় (জাবি) অণুজীব বিজ্ঞান বিভাগের অধ্যাপক ও পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (পাবিপ্রবি) ট্রেজারার ড. মো. আনোয়ার খসরু পারভেজ। আলোচনা সভায় ড. মো. আনোয়ার খসরু পারভেজ বলেন, ডেঙ্গু নিয়ে আতঙ্কিত না হয়ে ডেঙ্গু প্রতিরোধ বিষয়ক ব্যবস্থা গ্রহণ করতে হবে। এছাড়াও সঠিকভাবে কীটনাশক ব্যবহারের কথাও তিনি বলেন।

এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন- বিজিই বিভাগের লেকচারার তানভির আহমেদ পিয়াস, লেকচারার আশুরা খানম লিসা, লেকচারার নাদিরা নাজনীন রাখি, লেকচারার মো. শাহাবুদ্দিন শিহাব, লুৎফুন্নেসা দিসা, লেকচারার এমদাদুল হক সোহাগ, ফুড ইঞ্জিনিয়ারিং বিভাগের চেয়ারম্যান নাজমুল হক শাহিন।

এছাড়াও বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগের শিক্ষক-শিক্ষার্থী, কর্মকর্তা- কর্মচারীরাও উপস্থিত ছিলেন।





Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*