জাতীয় শোক দিবস উপলক্ষে বঙ্গবন্ধু পরিষদ রাজশাহী জেলা শাখার উদ্যোগে আলোচনা সভা অনুষ্ঠিত

সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৪তম শাহাদৎ বার্ষিকী ও জাতীয় শোক দিবস উপলক্ষে বঙ্গবন্ধু পরিষদ রাজশাহী জেলা শাখার উদ্যোগে আলোচনা সভার আয়োজন করা হয়। বুধবার বিকাল ৪টায় নগরীর আলুপট্টিস্থ নর্থ বেঙ্গল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির কনফারেন্স রুমে আয়োজিত আলোচনা সভায় সভাপতিত্ব করেন জেলা বঙ্গবন্ধু পরিষদের সভাপতি রাবি’র সাবেক ভিসি ও বিশিষ্ট শিক্ষাবিদ প্রফেসর ড. আবদুল খালেক।

আলোচনা সভায় অংশ নেন রাবি’র সাবেক ভিসি প্রফেসর ড. সাইদুর রহমান খান, মুক্তিযোদ্ধা অধ্যাপিকা জিন্নাতুন নেছা তালুকদার, রাবি’র সাবেক প্রো-ভিসি প্রফেসর মুহম্মদ নূরুল্লাহ্ধসঢ়;, এডভোকেট লায়েব উদ্দিন লাবলু, অধ্যাপক ড. শাহ আজম শান্তনু, অধ্যাপক প্রদ্যুত কুমার সরকার, জনাব মনিরুজ্জামান উজ্জ্বল, মুক্তিযোদ্ধা নজরুল ইসলাম।

অনুষ্ঠান সঞ্চালনা করেন বঙ্গবন্ধু পরিষদের সাধারণ সম্পাদক প্রফেসর ড. মো. আবুল কাশেম। স্বরচিত কবিতা পাঠন করেন কবি মীর আবদুর রাজ্জাক ও এবিএম জহিরুল হক। বঙ্গবন্ধুই যে আধুনিক বাংলাদেশ গড়ার স্বপ্ন দেখেছিলেন সভায় বক্তারা নতুন প্রজন্মের মাঝে বঙ্গবন্ধু ও বাংলাদেশের সেই প্রকৃত ইতিহাস তুলে ধরেন।

অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন বঙ্গবন্ধু পরিষদের সদস্য প্রফেসর ড. এন্তাজুল হক, প্রফেসর ড. পিএম সফিকুল ইসলাম, প্রফেসর সরকার সুজিত কুমার, প্রফেসর মো. আনসার উদ্দীন, প্রফেসর রুস্তম আলী আহমেদ, প্রফেসর হাসিবুল আলম প্রধান, প্রফেসর বোরাক আলী, ডা. এম. তবিবুর রহমান সেখ, জনাব সোয়াইবুর রহমান খান, দিলীপ কুমার ঘোষ, আব্দুল কুদ্দুস, নাসিমা খাতুন, জামসেদ হোসেন টিপু প্রমুখ।





About লেখাপড়া বিডি ডেস্ক 1525 Articles
লেখাপড়া বিডি বাংলাদেশের প্রথম শিক্ষা বিষয়ক বাংলা কমিউনিটি ব্লগ।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*