এক নজরে সাম্প্রতিক বাংলাদেশ বিষয়াবলী

মো. ইকবাল হোসেন, বশেমুরবিপ্রবি:

১। রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষের (রাজউক) নতুন চেয়ারম্যানের নাম কী?
উ: সরকারের অতিরিক্ত সচিব সুলতান আহমেদ।
২। পরিবেশ অধিদপ্তরের নতুন মহা-পরিচালকের নাম কী?
উ: সরকারের অতিরিক্ত সচিব ড. এ কে এম রফিক আহমেদ।
৩। পূবালী ব্যাংকের নতুন চেয়ারম্যানের নাম কী?
উ: এম আজিজুল হক।
৪। বিসিকের তথ্যমতে, চলতি বছরে দেশে লবণের চাহিদার পরিমাণ কত?
উ: ১৬ লাখ ৬১ হাজার মেট্রিক টন।
৫। সম্প্রতি জাপানে সম্মাননা দ্য অর্ডার অব দ্য রাইজিং সান, গোল্ড রেস উইথ নেক রিবন পান কোন বাংলাদেশি?
উ: ঢাকা বিশ্ববিদ্যালয়ের অনারারি অধ্যাপক মাহমুদুল হক।
৬। সম্প্রতি নিয়োগ পাওয়া খাদ্য অধিদপ্তরের প্রথম নারী মহাপরিচালকের নাম কী?
উ: অতিরিক্ত সচিব ড. মোছাম্মাৎ নাজমানারা খানম।
৭। ইংল্যান্ডের কেন্ট কাউন্টির রামসগেট শহরের নির্বাচিত প্রথম এশীয় বংশোদ্ভুত মেয়রের নাম কী?
উ: বাংলাদেশি বংশোদ্ভূত ব্রিটিশ ব্যবসায়ী রওশন আরা।
৮। বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের নতুন চেয়ারম্যানের নাম কী?
উ: ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইতিহাস বিভাগের সংখ্যাতিরিক্ত অধ্যাপক কাজী শহিদুল্লাহ।
৯। দেশের বেসরকারি বিশ্ববিদ্যালয়গুলো নিয়ে করা র‌্যাঙ্কিংয়ে প্রথম হয়েছে কোন বিশ্ববিদ্যালয়?
উ: নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়।
১০। বর্তমানে দেশের জনসংখ্যা কত?
উ: ১৬ কোটি ৭৪ লাখ ৬৯ হাজার।

১১। বর্তমানে দেশে মুঠোফোন গ্রাহকের সংখ্যা কত?
উ: ১৬ কোটি ৫ লাখ ৯০ হাজার।
১২। ২০১৮-২০১৯ অর্থবছরের প্রথম ৯ মাসে সেবা রপ্তানির পরিমাণ কত?
উ: ৪৩১ কোটি ৭২ লাখ ডলার।
১৩। সম্প্রতি নদী সুরক্ষায় বিশেষ অবদানের জন্য নৌপরিবহন মন্ত্রণালয় প্রবর্তিত পদকের নাম কী?
উ: বঙ্গবন্ধু নদী পদক।
১৪। জাতিসংঘের সংস্থা ইউনাইটেড নেশন হ্যাবিট্যাটের ভাইস চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন কে?
উ: কেনিয়ায় নিয়োজিত বাংলাদেশের হাইকমিশনার অবসরপ্রাপ্ত মেজর জেনারেল আবুল কালাম মো. হুমায়ুন কবির।
১৫। সম্প্রতি জাতিসংঘের বিশ্ব পর্যটন সংস্থার কোন কমিটির সদস্য নির্বাচিত হয়েছে বাংলাদেশ?
উ: ক্রেডেনশিয়াল কমিটি।
১৬। ২০১৮-২০১৯ অর্থ বছরের জুলাই থেকে মে পর্যন্ত ১১ মাসে মোট রপ্তানি আয় কত?
উ: ৩৭৭৫ কোটি ডলার।
১৭। বরেন্দ্র ইন্ড্রাস্ট্রিয়াল পার্ক কোথায় অবস্থিত?
উ: রাজশাহীর গোদাগাড়ীতে।
১৮। সম্প্রতি জাতিসংঘের সম্মানসূচক ডক্টর অব হিউম্যানিটি উপাধিতে ভূষিত হয়েছেন কে?
উ: বাংলাদেশ হিউম্যান রাইটস ডেভেলপমেন্ট কমিশনের চেয়ারপারসন ড. কাজী এরতেজা হাসান।
১৯। নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের নতুন উপাচর্যের নাম কী?
উ: ঢাকা বিশ্ববিদ্যালয়ের মৃত্তিকা, পানি ও পরিবেশ বিভাগের অধ্যাপক মো. দিদার-উল আলম।
২০। ২০১৯-২০২০ অর্থ বছরে ঘোষিত বাজেটের আকার কত?
উ: ৫,২৩,১৯০ কোটি টাকা।

২১। ২০১৯-২০২০ অর্থ বছরে ঘোষিত বাজেটের স্লোগান কী?
উ: সমৃদ্ধির সোপানে বাংলাদেশ, সময় এখন আমাদের।
২২। ২০১৯-২০২০ অর্থ বছরে ঘোষিত বাজেটে এডিপি এর পরিমাণ কত?
উ: ২,০২,৭২১ কোটি টাকা।
২৩। ২০১৮-২০১৯ অর্থ বছরের জুলাই থেকে মে পর্যন্ত ১১ মাসে প্রবাসীরা মোট রেমিট্যান্স পাঠিয়েছে কত ডলার?
উ: ১,৫০৫ কোটি ডলার।
২৪। ইএফডি এর পূর্ণরূপ কী?
উ: ইলেকট্রনিক ফিসক্যাল ডিভাইস।
২৫। দেশে প্রথমবারের মতো উদ্ভাবিত ঘূর্ণিঝড়ের আগাম তথ্য জানার নতুন প্রযুুক্তির নাম কী?
উ: সাইক্লোন ক্লাসিফায়ার মডেল (সিসিএম)।
২৬। চুনতি অভয়ারণ্য কোথায় অবস্থিত?
উ: কক্সবাজার জেলায়।
২৭। সমকালীন ইসলামি শিল্পকলার জন্য বিশ্বের একমাত্র আন্তর্জাাতিক পুরস্কার জামিল পুরস্কার লাভ করেন কে?
উ: বাংলাদেশের স্থপতি মেরিনা তাবাসসুম ও ইরাকের চিত্রশিল্পী মেহেদী মুতাশার।
২৮। সম্প্রতি বাংলাদেশের স্থপতি মেরিনা তাবাসসুম কোন স্থাপত্যের জন্য জামিল পুরস্কার লাভ করেন?
উ: ঢাকায় ২০১২ সালে নির্মিত বায়তুর রউফ মসজিদের নকশার জন্য।
২৯। ২০১৯-২০২০ অর্থ বছরে ঘোষিত বাজেটে সর্বোচ্চ বরাদ্দ কোন খাতে?
উ: শিক্ষা ও প্রযুক্তি খাতে (১৫.২%)।

৩০। দেশের প্রথম লোহার খনি আবিষ্কৃত হয়েছে কোথায়?
উ: দিনাজপুরের হাকিমপুর উপজেলার ইসবপুর গ্রামে।
৩১। দেশের প্রথম লোহার খনির সন্ধানে কাজ করে কোন প্রতিষ্ঠান?
উ: বাংলাদেশ ভূ-তাত্ত্বিক জরিপ অধিদপ্তর (জিএসবি)।
৩২। বর্তমানে দেশে ইন্টারনেটের গ্রাহক সংখ্যা কত?
উ: ৯ কোটি ৩৭ লাখ।
৩৩। দেশের সব সরকারি ও বেসরকারি টেলিভিশন চ্যানেলের সম্প্রচার বঙ্গবন্ধু স্যাটেলাইটের ম্যাধ্যমে শুরু হয় কত তারিখে?
উ: ১৯ মে, ২০১৯ তারিখে।
৩৪। ৯-২০ জুন, ২০১৯ হওয়া কৃষিশুমারির দায়িত্ব কোন সরকারি সংস্থার?
উ: বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো (বিবিএস)।
৩৫। এসএসএফ এর বর্তমান মহাপরিচালকের নাম কী?
উ: মেজর জেনারেল মো. মজিবুর রহমান।
৩৬। ২০১৯-২০২০ অর্থবছরে ঘোষিত বাজেটে সর্বোচ্চ বরাদ্দপ্রাপ্ত শিক্ষা ও প্রযুক্তি খাতে বরাদ্দপ্রাপ্ত অর্থের পরিমাণ কত?
উ: ৭৯,৪৮৬ কোটি টাকা।
৩৭। রোহিঙ্গাদের সংকট সমাধানে পদ্ধতিগত ব্যর্থতার দায় স্বীকার করেছে কোন আন্তর্জাতিক প্রতিষ্ঠান?
উ: জাতিসংঘ।
৩৮। বেসরকারি বিমান চলাচল কর্তৃপক্ষের নতুন চেয়ারম্যান কে?
উ: এয়ার ভাইস মার্শাল মোহাম্মদ মফিদুর রহমান।
৩৯। ট্যারিফ কমিশনের প্রস্তাবিত নতুন নাম কী?
উ: বাংলাদেশ ট্রেড অ্যান্ড ট্যারিফ কমিশন।
৪০। কাইজ্জার চর কোথায় অবস্থিত?
উ: শরীয়তপুরের জাজিরা উপজেলায়।

লেখক : শিক্ষার্থী, বাংলা বিভাগ, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, গোপালগঞ্জ-৮১০০।





Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*