ঢাকা স্কুল অব ইকোনমিক্সের সেমিনারে বক্তারা – ব্যাংক ঋণের সুদহার অবশ্যই সিঙ্গেল ডিজিটে নামিয়ে আনতে হবে

দেশের অর্থনীতি উন্নয়ন হচ্ছে। কিন্তু কাঙ্খিত উন্নয়নের জন্য নতুন নতুন উদ্যোক্তা তৈরি করতে হবে। উদ্যোক্তা তৈরিতে ব্যাংকগুলো কোন ভূমিকা রাখছে না। কেন্দ্রীয় ব্যাংকও নানা কারণে পদক্ষেপ নিতে পারছে না। কেন্দ্রীয় ব্যাংকের কাজে পরিধি বাড়াতে এবং দুর্নীতি বন্ধ করতে স্বচ্ছতা নিশ্চিত করতে হবে।

গত শনিবার রাতে ঢাকা স্কুল অব ইকোনমিক্স (ডিএসসিই) আয়োজিত এক সেমিনারে ব্ধসঢ়;ক্তারা এসব কথা বলেন। ‘ফান্ড ম্যানেজমেন্ট ফর ব্যাংকস অ্যান্ড অন্টাপ্রেনিউয়ারশিপ ইকোনমিক্স’ শীর্ষক ওই সেমিনারে প্রবাসী কল্যাণ ব্যাংকের সাবেক এমডি সিএম কয়েস সামী, ডিএসসিইয়ের উদ্যোক্তা অর্থনীতির সমন্বয়ক অধ্যাপক ড. মুহম্মদ মাহবুব আলী, উদ্যোক্তা অর্থনীতি বিভাগের সহকারী অধ্যাপক সারাহ তাসনীম প্রমুখ বক্তব্য রাখেন।

সিএম কয়েস সামী বলেন, ব্যাংকগুলোর ক্ষেত্রে ফান্ড ম্যানেজমেন্ট গুরুত্বপূর্ণ। ঋণ বিতরণ ও আদায়ে শৃঙ্খলা থাকতে হবে। ব্যাংকগুলো ঋণ বিতরণের ক্ষেত্রে যাদের অর্থ আছে শুধু তাদেরকে অধিক পরিমান ঋণ দিয়ে ঝুকি তৈরি করছে। কিন্তু নতুন উদ্যোক্তাদের ঋণ দিচ্ছে না। তিনি বলেন, কেন্দ্রীয় ব্যাংকের দুর্নীতির আখড়ায় পরিণত হয়েছে। অন্যের প্রভাবে কাজ করছে। কেন্দ্রীয় বাংকের মধ্যে স্বচ্ছতা ও জবাবদিহীতা নিশ্চিত করতে হবে।

কাজের স্বাধীনতা দিতে হবে। কেন্দ্রীয় ব্যাংককে অর্থমন্ত্রণালয়ের প্রভাব মুক্ত করতে হবে। ব্যাংকিং খাতের সংস্কারে ব্যাংকিং কমিশন গঠনের দাবি জানান তিনি।

ড. মুহম্মদ মাহবুব আলী বলেন, ব্যাংক ঋণের সুদহার অবশ্যই সিঙ্গেল ডিজিটে নামিয়ে আনতে হবে। এজন্য ঋণ আমানতের সুদহার ব্যববধানের স্প্রেড ২ শতাংশের মধ্যে রাখতে হবে। তিনি বলেন, দেশে ব্যাংকের সংখ্যা বেশি হলেও তা ঢাকাতে কেন্দ্রীভূত। কিছু ব্যাংকের প্রধান কার্যালয় ঢাকার বাইরে স্থাপন করতে হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *