জাতীয় বিশ্ববিদ্যালয় ২০১২ সালের অনার্স ২য় বর্ষ পরীক্ষায় ইংরেজি (নন-ক্রেডিট) বিষয়ে ৮০%-এর বেশি পরীক্ষার্থীদের ফেইল দিয়ে তাদের ফেলে দিয়েছে চরম হতাশায়।
এ অন্যায়ের প্রতিবাদে নোয়াখালী সরকারি কলেজের ভুক্তভোগী ছাত্র-ছাত্রীরা ইংরেজি (নন-ক্রেডিট) বিষয় বিনামূল্যে সঠিকভাবে মূল্যায়নের দাবিতে নোয়াখালী প্রেস ক্লাবের সামনে মানব বন্ধন ও আন্দোলন করে। তারা বলেন তাদের যৌক্তিক দাবী ৭ দিনের মধ্যে পুরন না হলে তারা আবার কঠিন কর্মসূচি নেবে। এতে প্রায় ১৫ মিনিট যান চলাচল বন্ধ থাকার কারণে প্রায় ৩৫ মিনিটের এক বিশাল যানজট সৃষ্টি হয়। এখন দেখা যাবে কিভাবে জাতীয় বিশ্ববিদ্যালয় তাদের দাবী বিবেচনা করে। উক্ত মানব বন্ধনে যে সকল মিডিয়ার উপস্থিতি দেখা যায়- একুশে টি ভি, সময় টি ভি, দিগন্ত টেলিভিশন, সমকাল, প্রথম আলো ও যুগান্তর পত্রিকা।
আপনাদের সহযোগিতায় পাশে আছে সিলেট এম সি কলেজ।
যে কোন প্রয়োজনে যোগাযোগ করুন:
০১৭২৯৭৮২২২২
০১৭৭৫৭৬৯০৬৮
০১৭৩১০৭০৫২১
০১৭৩৮৩১১০৫৫
Leave a Reply