শেষ চিঠিতে লিখেছিলে
“অপেক্ষা করো”
সেই থেকে আজ অবধি
শুধুই অপেক্ষা..!
সাত দিনের সপ্তাহ ৩০ দিনের মাস
এমনকি ৩৬৫ দিনের বছর পেরিয়ে
আরো কত যুগ গেছে পেরিয়ে চোখের পলকে!
কিন্তু আমি আজো আছি অপেক্ষায়।
এই অপেক্ষায় আমার ক্লান্তি নেই,
রাগ নেই, অভিমান নেই,নেই কোনো আক্ষেপ।
শুধু বুকের ভেতরের চিলেকোঠার জানলা ধরে
এক রাশ নিরব অপেক্ষার প্রহর।
তুমি আসবে…….!
আকাশ বাতাস ছাড়িয়ে
বাজবে এক মহা উল্লাসের গান
ফুলে ফুলে ভরে যাবে আমার অপেক্ষার পথ
চোখের কোণে জমা কালো দাগ যাবে মুছে।
জরাজীর্ণ দেহে যেনো হবে প্রাণ সঞ্চার।
আকাশের সমস্ত মেঘমালা দূরে যাবে সরে।
নতুন সূর্য আনবে নতুন ভোর।
কিন্তু বেলা শেষে দেখি তুমি এলে না।
আমি শুধুই পড়েই যাই তোমার শেষ চিঠিখানা।
এ শুধু তোমায় ঘিরে আমার নানা আয়োজন,
চিঠির মাঝে হাবুডুবু খেয়ে মরি
চিঠির মাঝে স্বপ্নের বিচরণ।
শেষ চিঠিতে লিখেছিলে,
অপেক্ষায় থেকো……..!
আজো অপেক্ষায় বছর ঘুরে বছর আসে
শুধু অপেক্ষার হয় না মরণ।
Leave a Reply