কোরআনের পাখি
— শাকিল আহম্মেদ
.
আল কোরআনের পাখি
তোমাদেরই ডাকি,
শুনছ আমায় নাকি……
তোমার ডানায় ভর করে
আমিও উড়তে চাই।
আমায় নেবে ভাই?
তোমার মধুর মিষ্টি সুরে
মনটা পাগলপারা।
তোমার সুরে মুগ্ধ আমি
মন মানে বাঁধা।
তোমার সাথে উড়তে আমার
স্বাদ জাগে ভাই।
তোমার ডানায় ভর করে
আমিও উড়তে চাই।
নভোনীলের চন্দ্র যেমন
ধরায় আলো ছড়ায়
মাতা পিতার শেষ আবাসে
তুমিও ছড়াবে ভাই।
তোমার জন্য রইলো আমার
অনেক ভালোবাসা।
তোমার বুকে জমা আছে
অাল কোরআনের বাণী।
.
রচনাকাল: ০৯/০৫/২০১৯ইং।
Leave a Reply