বিচার দিনের মালিক — শাকিল আহম্মেদ এর কবিতা

সুরা ‘ফাতিহা’-র বাংলা অর্থ (মুলভাব) অনুসারে কবিতাটি লেখা।
.
বিচার দিনের মালিক
— শাকিল আহম্মেদ।
.
উৎসর্গঃ মুফতি শামস উদ্দীন সাহেব, খতিব: পশ্চিম ঢালুয়াবাড়ী জামে মসজিদ; প্রিন্সিপাল: জামিয়া হুসাঈনি আরাবিয়া মাদ্রাসা, মেলান্দহ,জামালপুর।
.
প্রশংসা সব খোদার তরে
যিনি দয়ার সাগর,
তাঁর ইবাদত করো মুমিন
করো না কো তর।
.
বিচার দিনের মালিক তিনি
তিনিই মেহেরবান,
চন্দ্র, সূর্য, ভুবন, জীবন
সবই তারই দান।
.
তাঁর ইবাদত করতে হবে
তিনি ধরার প্রভু,
তারই মদত প্রার্থনাতে
হাল ছেড়ো না কভু।
.
সরল পথে চলতে শেখাও
ওহে দয়াময়,
ভ্রান্তির পথে থামিয়ে দিও
যে পথ দ্বীনের নয়।

রচনাকালঃ 09/05/2019 ইংরেজি।





Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*