কিছু অনা সপ্ন ঘুমাতে দেয়না-
কিছু জিজ্ঞাসা নিউরনে ব্যাপক যন্ত্রণা দেয়!
প্রতিনিয়ত দিচ্ছে।
কিছু অযাচিত বিষয় হামেশাই কাঁদায়-
কিছু জিজ্ঞাসা কেবল অন্তরে সীমাবদ্ধ।
বিধাতা-
শান্তি…..একটু শান্তি।
ভুল করিনি,আবার প্রচুর ভুলের স্বীকার হয়েছি!
তবে কি বিশ্বাস ভুল?
তবে কি নীরবতা শ্রেয়?কিন্তু নিউরনে সৃষ্ট যন্ত্রনাটার কি হবে?
হে,বিধি আমার যে প্রচুর জিজ্ঞাসা-কোথায় পাবো উত্তর?
সুপথে সীমাবদ্ধ-তবুও?ক্যান?ক্যান?
দ্যাখো বিধি আর কত?
কিছু নিশ্চুপ রাত্রিকে কি আমার জন্যই রেখেছ?
নাকি আমিই সে রাত্রির পাওনাদার?
প্রচুর যন্ত্রণা আর প্রচুর জিজ্ঞাসা-
কোথায় পাবো উত্তর?
কি হবে?
ক্যান মায়া এত নিষ্ঠুর?
ক্যান হৃদয় এত কঠোর?
ক্যান কোমল হৃদয় এত বেঁকে বসে?
ক্যান মন এত আকুল?
প্রচুর জিজ্ঞাসা-
অপ্রচুর নিউরনে প্রচুর যন্ত্রণা!
দূর থেকে দূরান্তে-ক্যান পরিচয় অবান্তর?
তবে কি আমিই ভুল?
নাকি তোমার খেলা?
ফুরাচ্ছে তো দিব্যি বেলা-
এবার তো বন্ধ কর নিষ্ঠুর লীলা।
টাইম-মেশিনে চড়ে বসলে নেহায়েত মন্দ হতো না-
শৈশবের আনন্দ শেষে কৈশোরের মধ্যেই সীমাবদ্ধ হয়ে শেষ নিঃশ্বাস অত্যন্ত নিঃশব্দে ত্যাগ করতাম!
সবাই বলে প্রেমিক-
কিন্তু প্রেম কত্ত কঠিন তা তো তুমি আর আমিই বেশ জানি।
তবে ক্যান এত্ত মায়া?
ক্যান এত বিশালতা?
ক্যান এত্ত পরিচয়?
ক্যান এত কাছে আসার ক্ষণিকতা?
ক্যান ক্ষণিকাতেই সমাপ্তি হলো ভালবাসা?
ক্যান ঐতিহাসিক স্থানগুলোতে প্রেমিকের ভীড়?
একটি অবচেতন স্বপ্ন-
একটি হৃদয় বিদারক ভ্রমণ!
একটি ভিন্ন পথচলা-একটি ভিন্ন মত ক্যান?
ক্যান?ক্যান?
মায়া ক্যান এত্ত যন্ত্রণার?ক্যান?
দূরে তো জোরে থাকা হয়-
সত্যটা কেবল তোমারই উপলব্ধি হয়!
জানি কেউ জানবে না-
দুটো মাংসপিন্ড লন্ডভন্ড করিলা এই সোনার তেষ,
তিন ইঞ্চি নদীতে পড়ে সাড়ে তিন হাত নৌকা শেষ-
তবে ক্যান এত মায়া?ক্যান?ক্যান?
উত্তরটা তোমার কাছেই আছে-
তবে আসব নাকি?না তুমি দাওয়াত দিবে?
জানিনা কিছুই জানিনা-
ক্যান মায়া এত নিষ্ঠুর?
ক্যান সময় নির্দয়?
সব উত্তর জেনে নেব বিধি-
দ্রুত দাওয়াত কর যদি!
ক্যান ক্ষণিকাতেই সমাপ্তি,ক্যান এত মায়া ক্যান এত অপেক্ষা ক্যান এত ভিন্নতা!
মিটিয়ে দাও তিক্ততা করিয়ে দাও অন্তিম যাত্রা-
তবুও নিউরন যন্ত্রণা মুক্ত হউক!
ভালবাসা ভাল থাকুক।
ডেকে নাও বিধি-নয়তো উত্তর দাও!
Leave a Reply