Advertisements
চলো হাটি উড়াই পদধূলি,
শহিদ ভাইয়ের স্মরণে।
যাঁরা দিয়েছে প্রাণ,
বাংলা মায়ের চরণ তলে।
দিয়ে শত শক্তি,
করেছে মোদের মুক্তি।
হারিয়েছে শত মাতা,
এনেছে স্বাধীনতা।
বলিব শুদ্ধি বাংলা,
স্মরণ করে বায়ান্নের হামলা।
একুশের দিনে দুঃখ বিনে,
করিবনা আতশ বাজি।
দু’হাত তুলে শহিদের স্মরণে,
এসো প্রার্থনা করি।