৪০ তম বিসিএসের প্রিলিমিনারি পরীক্ষা ৩ মে অনুষ্ঠিত হবে

By Likhon

Updated on:

Advertisements

৪০ তম বিসিএস এর প্রিলিমিনারি পরীক্ষা ৩ মে অনুষ্ঠিত হবে।  বৃহস্পতিবার (২৮ মার্চ) কমিশনের বিশেষ সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানান বাংলাদেশ সরকারি কর্ম কমিশনের (পিএসসি) চেয়ারম্যান মোহাম্মদ সাদিক।

কমিশনের পরীক্ষা নিয়ন্ত্রক আ ই ম নেছার উদ্দিন জানানা, ওই দিন সকাল ১০টা থেকে ১২টা পর্যন্ত ঢাকা, চট্টগ্রাম, রাজশাহী, খুলনা, বরিশাল, সিলেট, রংপুর ও ময়মনসিংহ কেন্দ্রে একযোগে পরীক্ষা নেওয়া হবে।

পরীক্ষার হল, আসন বিন্যাস এবং পরীক্ষা সংক্রান্ত বিস্তারিত নির্দশনাবলী সংবাদপত্র ও কমিশনের ওয়েবসাইটে যথাসময়ে প্রকাশ করা হবে বলে জানিয়েছে পিএসসি।

উল্লেখ্য, ৪০তম বিসিএসে আবেদন করেছেন ৪ লাখ ১২ হাজার ৫৩২ জন প্রার্থী। পিএসসির ইতিহাসে এটা একটা রেকর্ড। কোন প্রতিযোগিতামূলক পরীক্ষায় পিএসসির অধীনে এত বিপুল আবেদন আগে কখনো পড়েনি। গত ১১ সেপ্টেম্বর ৪০তম বিসিএসের বিজ্ঞপ্তি প্রকাশ করে পিএসসি। ৪০তম বিসিএসের আবেদন গ্রহণ শুরু হয় ৩০ সেপ্টেম্বর থেকে।

এবারের পরীক্ষার মাধ্যমে মোট ১ হাজার ৯০৩ জন ক্যাডার নিয়োগ দেওয়া হবে। তবে এই সংখ্যা আরও বাড়তে পারে। ক্যাডার অনুসারে প্রশাসনে ২০০, পুলিশে ৭২, পররাষ্ট্রে ২৫, করে  ২৪, শুল্ক আবগারিতে ৩২ ও শিক্ষা ক্যাডারে প্রায় ৮০০ জন নিয়োগ দেওয়ার কথা রয়েছে। 

আরো পড়ুন- নাম্বার সহ রেজাল্ট SSC Rersult 2019

Leave a Comment