গঠন অনুসারে সংক্ষিপ্ত আকারে শব্দের শ্রেণীবিভাগ আলোচনা এবং ভিডিওচিত্রের মাধ্যমে তুলে ধরা আজকের এই লেখাটির উদ্দেশ্য। গঠন অনুসারে শব্দকে ২ ভাগে ভাগ করা হয়।ভাগ দুটি হচ্ছে-
- ১.মৌলিক শব্দ
- ২. সাধিত শব্দ
ভিডিওতে ভালো করে দেখে নিন-
https://www.youtube.com/watch?v=PuwqIXB-SqY
মৌলিক শব্দঃ যেসব শব্দকে ভাঙ্গা বা, বিশ্লেষণ করা যায় না সেগুলোকে মৌলিক শব্দ বলে।
যেমনঃ গোলাপ, নাক, লাল, তিন ইত্যাদি। (কে বলেছে নাক ভাঙ্গা যায় না?)
সাধিত শব্দঃ যেসব শব্দকে ভাঙ্গা বা, বিশ্লেষণ করা যায় সেগুলোকে বলা হয় সাধিত শব্দ
যেমনঃ চাঁদমুখ, ডুবুরি, প্রশাসন ইত্যাদি।
এই হচ্ছে গঠন অনুসারে শব্দের শ্রেণীবিভাগ
লেখাটি এর আগে – গঠন অনুসারে শব্দের শ্রেণীবিভাগ- সংক্ষিপ্ত আলোচনা শিরোনামে TutorialsBangla তে প্রকাশিত
Leave a Reply