পলিটেকনিক বা ডিপ্লমা ইঞ্জিনিয়ারিং এ ভর্তি সংক্রান্ত সকল অগ্রিম তথ্য

resultkit

কিছুদিন পরে এস এস সি রেজাল্ট প্রকাশ হবে। তখন অনেকেই কোথায় ভর্তি হবেন, কি করবেন তা নিয়ে ঝামেলায় পরে যান। অনেকে আবার কারিগরী শিক্ষায় আগ্রহী হবেন। তাদের জন্য আজকের এই পরামর্শ।

সরকারী ওয়েব সাইট ও Result Kit এ ইতিমধ্যে ডিপ্লমা ইঞ্জিনিয়ারিং এ ভর্তি সংক্রান্ত সকল খুটিনাটি তথ্য প্রকাশ হয়েছে। Result Kit থেকে প্রাপ্ত তথ্যের ভিত্তিতে পলিটেকনিক এ ভর্তি সংক্রান্ত সকল তথ্য আজকের এই লেখায় তুলে ধরার চেষ্টা করব।

পলিটেকনিক ভর্তি বিজ্ঞপ্তি ২০১৯-২০

বাংলাদেশ ইন্সটিটিউট অফ গ্লাস এন্ড সিরামিক, গ্রাফিক্স আর্ট ইন্সটিটিউট, ফেনি কম্পিউটার ইন্সটিটিউট, বাংলাদেশ সার্ভে ইন্সটিটিউট (কুমিল্লা), ভকেশনাল টিচার ট্রেনিং ইন্সটিটিউট (বগুড়া), বাংলাদেশ টেকনিক্যাল শিক্ষা বোর্ডের অধিনে সকল সরকারী টেকনিক্যাল স্কুল এন্ড কলেজে ভর্তি আগ্রহী সকল শিক্ষার্থীদের ৪ বছর ডিপ্লমা কোর্সে ভর্তির জন্য ইতিমধ্যে আহবান করা হয়েছে।
আপনার অবগতির জন্য জানানো যাচ্ছে যে, পূর্বে ১ম ও ২য় শিফটের জন্য আলাদা দুটি ভর্তি বিজ্ঞপ্তি থাকলেও বর্তমানে দুটি শিফটের জন্যই একটি মাত্র বিজ্ঞপ্তি দেয়া হবে।

অনলাইনে আবেদনের সময়সীমা

অনলাইনে আবেদন শুরু হবে ১৩/০৫/২০১৯
অনলাইনে আবেদন শেষ হবে ০৬/০৬/২০১৯

নির্বাচিত প্রার্থীদের ভর্তীর সময়সীমা

ভর্তি শুরু হবে ১০/০৬/২০১৯
ভর্তি শেষ হবে ২০/০৬/২০১৯

ওয়েটিং লিষ্ট থেকে ভর্তি শুরু হবে ২৫/০৬/২০১৯
ওয়েটিং লিষ্ট থেকে ভর্তি শেষ হবে ০৭/০৭/২০১৯

শিক্ষাগত যোগ্যতা

এস এস সি বা সমমানে উত্তির্ন শিক্ষার্থীরা আবেদন করতে পারবেন।

ছেলেদের জন্য জিপেএ ৩.৫০ ও গনিত বা উচ্চতর গনিতে কমপক্ষে ৩.০০ থাকতে হবে।
মেয়েদের জন্য জিপেএ ৩.০০ ও গনিত বা উচ্চতর গনিতে কমপক্ষে ৩.০০ থাকতে হবে।

আবেদনের ফি সংক্রান্ত তথ্য

অনলাইনে আবেদনের ১ ঘন্টা পূর্বে আবেদন ফি টেলিটকের মাধ্যমে প্রদান করতে হবে (আরো উপায় রয়েছে)। ১টি শিফটের জন ১৫০ টাকা আর ২টা শিফটের জন্য ৩০০ টাকা পরিশোধ করতে হবে।

টেলিটক থেকে টাকা পরিশোধ করতে প্রথমে আপনার মেসেজ অপশনে গিয়ে টাইপ করুন-

BTAD <স্পেস> এস এস সি বোর্ডের ১ম ৩ অক্ষার<স্পেস> এস এস সি রোল নম্বর<স্পেস> এস এস সি পাসের সন<স্পেস> শিফট কোড

এর পর পাঠিয়ে দিন 16222 নম্বরে।

শিফট কোড:
A = Shift A
B = Shift B
C = Both Shift

উদাহরন BTAD DHA 123456 2018 A এবং পাঠিয়ে দিন 16222.

আরো অনেক পদ্ধতিতে পেমেন্ট করার অপশন রয়েছে যা Result Kit এ দেয়া আছে। এখানে কেবল একটি পদ্ধতি দিয়ে দিলাম।

যেভাবে অনলাইনে আবেদন করবেন

Result Kit থেকে প্রাপ্ত তথ্য হুবহু এখানে তুলে ধরা হলো।

  • প্রথমে আবেদন ফি জমা দিতে হবে। এর পর এই লিংকে প্রবেশ করতে হবে http://btebadmission.gov.bd
  • এরপর এস এস সি রোল নম্বর, বোর্ড, পাসের সন ও রেজিট্রেশন নম্বর দিয়ে পরবর্তি ধাপে যেতে হবে।
  • ট্রান্জেকশন কোড বা মানি রিসিভ কোড যা ফি জমা দেয়ার সময় মেসেজে পেয়েছিলেন সেটি দিতে হবে।
  • এই পর্যায়ে আপনাকে বিস্তারিত তথ্য দিতে হবে। এখানে একটি পাসপোর্ট সাইজের ছবি যুক্ত করতে হবে যার সাইজ হবে ১০০ কেবি এর ভিতরে।
  • সকল তথ্য সঠিক ভাবে দেয়ার পরে আপনাকে Submit বাটনে ক্লিক করতে হবে।

শেষ কথা
এস এস সি পরীক্ষায় উত্তির্ন ছাত্র ছাত্রীদের জন্য পলিটেকনিক্যালে ভর্তি ক্যারিয়ারের জন্য অনেক বড় সুবিধা বয়ে আনতে পারে। যেখানে জেনারেল লাইনে পড়ুয়া ছাত্র ছাত্রীরা চাকরী পেতে হিমশিম খায় সেখানে খুব সহজেই একটি চাকরী পেয়ে যেতে পারেন। আজকের মতে তাহলে এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ।

তথ্য সূত্র: Result Kit





Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*