রাণীশংকৈলে বাল্যবিবাহ থেকে রেহায় পেল ৯ম শ্রেনির ছাত্রী

ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈল উপজেলার নেকমরদ বড় পুকুরিয়া গ্রামের সুমি আক্তার (১৭) নামে ৯ম শ্রেনির এক কিশোরীর বাল্য বিবাহ উপজেলা সহকারি ভূমি কর্মকর্তা সোহাগ চন্দ্র সাহার নির্দেশে বন্ধ করা হয়।

সুমি নেকমরদ ইউনিয়নের বড় পুকুরিয়া গ্রামের ইব্রাহীম ও ফুলসারা বেগমের কন্যা। নেকমরদ করিগরি কলেজের ভোকেশনাল শাখার ৯ম শ্রেনির ছাত্রী।

১ মার্চ শুক্রবার দুপুরে গোপন সংবাদের ভিত্তিতে খবর পেয়ে এসিল্যান্ড সোহাগচন্দ্র সাহা উপজেলা সেনেটারি ইনিসপেক্টর সারওয়ার হোসেন, এ এসআই মিজানুর রহমানকে ঘটনাস্থলে গিয়ে ইউপি সদস্য মহিরের সহযোগিতায় বাল্যবিবাহটি বন্ধ করেন এবং উলেখ্য সুমির বাবা ইব্রাহীম ১৮ বছর পূর্ণ না হওয়া পর্যন্ত মেয়ের বিয়ে দিবেন না বলে মুকচেলকা দেন।

উপজেলা সেনেটারি ইনিসপেক্টর সারওয়ার হোসেন ঘটনাটির সত্যতা নিশ্চিত করে বলেন, যথা সময় উপস্থিত হয়ে বিয়েটি বন্ধ করা হয়েছে।





Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*