কৃষি শিক্ষা MCQ উত্তরমালা – এস.এস.সি ২০১৯

porartablebd
porartablebd

এস.এস.সি. পরীক্ষা-২০১৯
কৃষি শিক্ষা
বহুনির্বাচনি অভীক্ষা (সম্ভাব্য উত্তরমালা)

চট্টগ্রাম বোর্ড

১। বীজকে পরবর্তী মৌসুমে ব্যবহারের জন্য বীজের আদ্রতা কত থাকা প্রয়োজন ?

উ: (ক) ১২%

২। কোন বনে অধিকাংশ উদ্ভিদ উর্ধ্বমুখী বায়বীয় মূল আছে?

উ: (গ) ম্যানগ্রোভ বন।

৩। ভূমিক্ষয় রোধে কোন ফসল চাষ করা উচিত?

উ: (খ) চিনাবাদাম ও মাসকলাই।

৪। সকালে শিশির ভেজা অবস্থায় কোন ফসল সংগ্রহ করা হয়?

উ: (ঘ)সরিষা।

৫।লিগুউম জাতীয় ঘাসে সাধারণ ঘাসের তুলনায় কোন খাদ্য উপাদান বেশি পরিমাণ থাকে?

উ: (খ)প্রোটিন।

৬। আখের কোন জাতটি একাধিক পরিবেশে অভিযোজনে সক্ষম?

উ: (খ)ঈশ্বরদী-৩৭

৭।ম্যানগ্রোভ বনের প্রধান বৃক্ষ কোনটি?

উ: (গ)সুন্দরী।

৮। ঝুঁকিপূর্ণ কর্তন প্রক্রিয়া হলো-

উ: (ক) iওii

৯। কোন চিত্রটিতে কাঠের পরিমাণ কম হবে?

উ: (ঘ)চিত্র’D’

১০।কোন ভূমিক্ষয়ের কারণে জমির উর্বরতা হ্রাস পায়?

উ: (খ) আস্তরণ ভূমিক্ষয়।

১১। দুই রঙা গোলাপের জাত কোনটি?

উ: (ঘ)আইক্যাচার।

১২। আবহাওয়ার কোন পরিবেশে পাট দ্রুত পচে?

উ: (ক)গরম পরিবেশে।

১৩। নিচের কোন উদ্ভিদটি ব্যবহার উপযোগী হতে সময় বেশি লাগে?

উ: (ঘ) জারুল।

১৪। মৎস্য খামারে পুকুরে পোনা মজুদকালীন সময়ে নিচের কোন উপকরণটি প্রয়োজন?

উ: (গ) থার্মোমিটার

১৫। প্রিয়া মনি দুই সপ্তাহে মোট কী পরিমাণ খাদ্য ব্রয়লার মুরগীকে দেয়?

উ: (খ)৬৩ কেজি।

১৬। প্রিয়া মনির চলমান ব্যয় সবথেকে কম হয়-

উ: (ক)i ১৭। কৃষি সমবায়গুলো কীরূপ হওয়া উচিত ?

উ: (ক)অঞ্চলভিত্তিক।

১৮। ক্ষুদ্র কৃষক আবু কৃষিপণ্য বিক্রি করে উপযুক্ত মূল্য পায় না। সমস্যা সমাধানে আবুকে গ্রামে কোন সমবায় সমিতির সদস্য হতে হবে ?

উ: (ঘ)কৃষি পণ্য বাজারজাতকরণ সমবায়।

১৯। ধানের কোন জাতটি প্রতিকূল পরিবেশে সবচেয়ে বেশি কার্যকর?

উ: (খ)ব্রি ধান ৪৭

২০। কৃষি সমবায় প্রক্রিয়ায় অনেক জমিকে কী করা হয়?

উ: (খ)একই ব্যবস্থাপনার আওতায় আনা হয়।

২১। মানুষ সম্মিলিত ভাবে বসতভিটা,পুকুর, নদী ও অন্যান্য জলাশয়ের পাশে কোন বন গড়ে তোলে?

উ: (ক)গ্রামীণ বন।

২২। হিটুর পুকুরে ২-৩ মাস মেয়াদে চাষের জন্য কোনটি উপযুক্ত –

উ: (গ) ধানী পোনা

২৩।প্রথম অবস্থায় পানির গভীরতা জনিত কারনে মাছের উৎপাদন বেশি ক্ষতিগ্রস্ত হয়?

উ: (গ) ii,ও iii

২৪। কোন ধরনের মাটিতে পুকুরের ঢালের অনুপাত বেশি করতে হয়?

উ: (গ) বেলে মাটি।

২৫। জার্সি জাতের সংকর গাভী দৈনিক কত লিটার দুধ দেয়?

উ: (গ) ১৫-২০ লিটার।

এস.এস.সি. পরীক্ষা-২০১৮
কৃষি শিক্ষা
বহুনির্বাচনি অভীক্ষা (সম্ভাব্য উত্তরমালা)

১. যে প্রক্রিয়ায় কৃষিকাজ করা হয় তাকে কি বলে?
উত্তর: (ক) কৃষি প্রযুক্তি
২. কোন ফসলের ক্ষেত্রে হাম পুলিং করা হয়?
উত্তর: (গ) আলু
৩. নিচের কোনটি জমিতে অধিক মাত্রায় প্রয়োগ করলে মাটির দানাবন্ধ ভাল হয়?
উত্তর: (ঘ) জৈব পদার্থ
৪. হে তৈরির জন্য নিচের কোনটি বেশী উপযোগী?
উত্তর: (ক) মাসকলাই
৫. মৎস্য সংরক্ষণ আইন কত সালে প্রনণয় করা হয়?
উত্তর: (খ) ১৯৫০
৬. জলবায়ু পরিবর্তনের কারণে_
উত্তর: (ক) i,ii
৭. কিরণ ও দিশারী কোন ফসলের জাত?
উত্তর: (ঘ) ধান
৮. ধান গাছের মাঝডগা সাদা ও ধানের শীষে সাদা চিটা হয় কোন পোকার আক্রমণে?
উত্তর: (খ) মাজরা পোকা
৯. জহির সাহেব কয়টি উন্নত জাতের হাস পালন করতে পারবেন?
উত্তর: (খ) ৭০টি
১০. জহির সাহেবের হাস ও মাছের সমন্বিত চাষের ফলে__
উত্তর: (ঘ) i,ii,iii
১১. কোন মাছ মধ্য স্তরে খাদ্য গ্রহণ করে?
উত্তর: (খ) রুই
১২. গাভীর রাফেজ জাতীয় খাদ্য?
উত্তর: (ঘ) কাঁচা ঘাস
১৩. আম উৎপাদনে বাংলাদেশের স্থান কত?
উত্তর: (ঘ) অষ্টম
১৪. কোনটি ভিটামিন সি সমৃদ্ধ?
উত্তর: (ক) আমলকী
১৫. মিজান সাহেবের চারার সংখ্যা?
উত্তর: (খ) ৪৫০০
১৬. মিজান সাহেবর বীজগুলো সংগ্রহ করেছিলেন-
উত্তর: (গ) ii,iii
১৭. নার্সারিতে কোনটি জীবন্ত গাছের বেড়া হিসেবে ব্যবহার করা হয়?
উত্তর: (গ) দুরন্ত
১৮. গোল কাঠ পরিমাপে সঠিক আয়তনে সূত্রটি কে আবিষ্কার করেন?
উত্তর: (গ) নিউটন
১৯. কোনটি ছাড়া কৃষিকাজ সম্ভব নয়?
উত্তর: (ঘ) পানি
২০. সমবায়েরর ভিত্তিতে নিরাপদ পানি
উত্তর: (খ) জলাধার
২১. কৃষি সমবায়ের মূল শর্ত কী?
উওর: (ক) বিনিয়োগ ও বন্টন
২২. দুধ একবার গরম করলে কত ঘন্টা ভালো থাকে?
উওর:(গ) ৪
২৩. ১০ শতকের একটি পুকুরের পানির উপরের লাল স্তর দূর করতে কত গ্রাম তুতের প্রয়োজন?
উওর: (ক) ১২০-১৫০ গ্রাম
২৪. রতন পোনা পরিবহনে পলিব্যাগের পানিতে নিচের কোনটি ব্যাবহার করেছিলেন?
উওর: (খ) অক্সিজেন
২৫. পোনাগুলোকে গোসল করানোর কারন-
উওর: (খ) i,iii





Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*