এইচএসসির পর কৃষি বিষয়ে পড়তে হলে জেনে নিন

কৃষি খাতের মান উন্নয়নে গবেষণা ও মাঠ পর্যায়ে কাজের জন্য প্রয়োজন দক্ষ জনবল। দেশে চারটি বিশেষায়িত কৃষি বিশ্ববিদ্যালয়, একটি ভেটেরিনারি ও অ্যানিমেল সায়েন্স বিশ্ববিদ্যালয় এবং দুটি কৃষিপ্রধান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় রয়েছে।
8f5fd745fa85f3a0f067f95ba4321a5f-9
বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়, ময়মনসিংহ
এ বিশ্ববিদ্যালয়ে মোট ছয়টি অনুষদে ৪৩টি বিষয়ের ওপর পড়ার সুযোগ রয়েছে। বিশ্ববিদ্যালয়ের ছয়টি অনুষদে স্নাতক শ্রেণিতে মোট এক হাজার ২০০ শিক্ষার্থী ভর্তি করানো হয়। মাধ্যমিক ও উচ্চমাধ্যমিকে অথবা সমমানের পরীক্ষায় ন্যূনতম জিপিএ-৩সহ সর্বমোট জিপিএ হতে হবে ৭.০ (চতুর্থ বিষয় বাদে)। এ ছাড়া এসএসসি ও এইচএসসি সমমান উভয় পরীক্ষায় পদার্থ, রসায়ন, গণিত ও জীববিদ্যা আলাদা বিষয় হিসেবে থাকতে হবে। আবেদনের প্রক্রিয়া শেষ হয়েছে। লিখিত ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে ৮ নভেম্বর। ওয়েবসাইট: www.bau.edu.bd

শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়
ঢাকার শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ে তিনটি অুনষদে মোট আসনসংখ্যা ৫০০। মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক পরীক্ষার প্রতিটিতে ন্যূনতম জিপিএ-৩সহ সর্বমোট জিপিএ-৭ হতে হবে। আবেদনের প্রক্রিয়া শেষ হয়েছে। ভর্তি পরীক্ষা ১৪ নভেম্বর। বিস্তারিত: www.sau.edu.bd
সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়

এ বিশ্ববিদ্যালয়ের ছয়টি অনুষদে আসনসংখ্যা মোট ৩৪০টি। ভর্তির আবেদনের জন্য মাধ্যমিক ও উচ্চমাধ্যমিকে গ্রেড পয়েন্টের যোগফল ৬.৫ হতে হবে। এ দুই পরীক্ষার প্রতিটিতে আলাদাভাবে গ্রেড পয়েন্ট ন্যূনতম ৩ করে থাকতে হবে। ভর্তি আবেদন প্রক্রিয়া চলছে। ৭ ডিসেম্বর আবেদনের শেষ তারিখ। বিস্তারিত জানতে সর্বশেষ ভর্তি বিজ্ঞপ্তি অথবা ওয়েবসাইট দেখুন: www.sylhetagrivarsity.edu.bd

বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান কৃষি বিশ্ববিদ্যালয়, গাজীপুর
গাজীপুরের সালনায় অবস্থিত বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান কৃষি বিশ্ববিদ্যালয়। এ বিশ্ববিদ্যালয়ে চারটি অনুষদে মোট আসনসংখ্যা ৩০০। মাধ্যমিক ও উচ্চমাধ্যমিকে অথবা সমমান পরীক্ষায় সর্বমোট গ্রেড পয়েন্ট হতে হবে ন্যূনতম ৭.৫। এ দুই পরীক্ষার প্রতিটিতেই গ্রেড পয়েন্ট অ্যাভারেজ চতুর্থ বিষয় বাদে ৩.৫ করে থাকতে হবে। ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে ৯ নভেম্বর। ওয়েবসাইট: www.bsmrau.edu.bd

অন্যান্য বিশ্ববিদ্যালয়
ওপরের চারটি বিশেষায়িত কৃষি বিশ্ববিদ্যালয় ছাড়াও আরও কয়েকটি বিশ্ববিদ্যালয়ে কৃষি নিয়ে পড়ার সুযোগ রয়েছে। ভর্তির তথ্যের জন্য সংশ্লিষ্ট বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইট ভিজিট করা যেতে পারে।
হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, দিনাজপুর: www.hstu.ac.bd, পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়: www.pstu.ac.bd, ভেটেরিনারি ও অ্যানিমেল সায়েন্স বিশ্ববিদ্যালয়, চট্টগ্রাম: www.cvasu.ac.bd

সৌজন্যেঃ প্রথম আলো





About আল মামুন মুন্না 822 Articles
আল মামুন মুন্না, বাংলাদেশের প্রথম শিক্ষা বিষয়ক বাংলা কমিউনিটি ব্লগ সাইট "লেখাপড়া বিডি"র প্রতিষ্ঠাতা ও পরিচালক হিসেবে নিয়োজিত আছেন। জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীন যশোর সরকারী এম. এম. কলেজ থেকে ফিন্যান্স এন্ড ব্যাংকিং বিষয় নিয়ে বি.বি.এ অনার্স ও আজম খান সরকারী কমার্স কলেজ থেকে এমবিএ সম্পন্ন করেছেন।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*