আব্দুস সামাদ আফিন্দী-জামালগঞ্জঃ-
দীর্ঘ ২৭ বছর পর অধ্যাপনা থেকে অবসর গ্রহণ করলেন জামালগঞ্জ সরকারি কলেজের অধ্যক্ষ মোঃ হাবিবুর রহমান চৌধুরী স্যার।
আজ বেলা ১১ ঘটিকায় অত্র কলেজের উপাধ্যক্ষ মোঃ রফিকুল ইসলাম বিন বারী স্যার এর নিকট দায়িত্ব হস্তান্তর করে কর্মজীবন থেকে অবসর গ্রহণ করেন ।
এসময় উপস্থিত ছিলেন জামালগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা জনাব শামীম আল ইমরান,মাধ্যমিক শিক্ষা অফিসার মাহবুবুল কবীর,সাংবাদিক ফোরামের সভাপতি সাংবাদিক ওয়ালীউল্লাহ্ সরকার,অত্র কলেজের শিক্ষক-শিক্ষিকা মহোদয় ও শিক্ষার্থীবৃন্দ।
জামালগঞ্জ সরকারি কলেজ প্রত্যন্ত হাওর অঞ্চলে অবস্থিত সুনামগঞ্জ জেলার জামালগঞ্জ উপজেলার একমাত্র উচ্চ শিক্ষা প্রতিষ্ঠান। উচ্চ মাধ্যমিক শ্রেনীতে মানবিক শাখা নিয়ে কলেজে 40জন ছাত্র ছাত্রীসমেত একটি টিনসেট ঘরে অধ্যক্ষ হিসেবে কার্যভার গ্রহণ করেন।7জন শিক্ষক থেকে আজ 40জন শিক্ষক।আজ কলেজে 4000জন ছাত্র ছাত্রী অধ্যয়ন করতেছে। উচ্চ মাধ্যমিক শ্রেণীতে বিজ্ঞান বিভাগ , ব্যবসা বিভাগ, ডিগ্রি শ্রেণীতে বিএ , বিএসএফ ,বিবিএস, অনার্স কোর্সে ইতিহাস, রাষ্ট্রবিজ্ঞান, চালু করেছেন। এইচএসসি, ডিগ্রি পাস পরীক্ষা কেন্দ্র চালু করেছেন।1997 সালে পররাষ্ট্র মন্ত্রী আব্দুস সামাদ আজাদ মহোদয়কে সংবর্ধনা, 2001 সালে হ্যালিপ্যাড মাঠে প্রধান মন্ত্রী ,কওমী জননী,মাদার অব হিউম্যানিটি , জননেত্রী শেখ হাসিনা মহোদয়কে সংবর্ধনা, সুনামগঞ্জ 1আসনের সংসদ সদস্য ভাটি বাংলার সিংহ পুরুষ উন্নয়নের রুপকার ইন্জিনিয়ার মোয়াজ্জেম হোসেন রতন মহোদয়কে সংবর্ধনা দিয়েছেন। কোয়ার্টার থেকে কলেজ প্রাঙ্গণ পর্যন্ত রাস্তা পাকা করন ,120 শয্যার 5তলা শেখ ফজিলাতুন্নেসা মুজিব হল ,তিন তলা একাডেমি ভবন, 4তলা আইসিটি ভবন, কলেজ সরকারিকরণের মতো কলেজের উন্নয়নের স্বার্থে সবসময়ই নিরলসভাবে কাজ করে অবসরপ্রাপ্ত হলেন।
Leave a Reply