বাঘের সড়ক উচ্চ বিদ্যালয়ের এস এস সি পরীক্ষার্থীর বিদায় সংবর্ধনা ও বার্ষিক বিদায় মাহিফল অনুষ্ঠিত

সিলেট জেলার গোয়াইনঘাট উপজেলার বাঘের সড়ক উচ্চ বিদ্যালয়ে ২৭ জানুয়ারি তারিখে বিদায় সংবর্ধনা ও বার্ষিক বিদায় মাহিফল অনুষ্ঠিত হয়েছে।

এ সময় বাঘের সড়ক উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক জনাব মোঃ ইনুছ অালী সহকারী শিক্ষক মোঃ লুৎফুর রহমান সহকারী শিক্ষক করিম সহকারী শিক্ষক মিয়াজ উদ্দিন সহকারী শিক্ষক ফয়ছল অাহমদ ও সহকারী শিক্ষিকা, খাগড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক জনাব সুরঞ্জিত কুমার দেব, লাতু মোহাম্মদীয় হাফিজিয়া মাদ্রাসার মওলানা রহিম উদ্দিন, শিক্ষানুরাগি ডাক্তার বদরুল অালম উপস্থিত ছিলেন। এছাড়া এলাকার মুরুব্বি ও ঐ বিদ্যালয়ের সকল ছাত্র ছাত্রী উপস্থিত ছিলেন।

খাগড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের দপ্তরী কাম প্রহরী মোঃ লোকমান হেকিম বলেন, “অামি যখন চাকুরীতে যোগদান করি নাই তখন সকল ছাত্র ছাত্রীর বাড়ীতে গিয়ে দেখতাম ওরা লেখাপড়া করছে কি না। এখানে অামার ছোট বোন মোছাঃ সিদ্দিকা অাক্তার রিপা পরীক্ষা দিবে অামি সকলের কাছে দোআ চাই। শুধু অামার বোনের জন্য না এবার যে পঞ্চাশ জন ছাত্র ছাত্রী পরীক্ষা দিবে সকলের জন্য দোআ চাই।”

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *