প্রাথমিক সমাপনীর ফল পুনঃনিরীক্ষার আবেদন করবেন যেভাবে

psc result board challenge 2018

প্রাথমিক ও ইবতেদায়ী শিক্ষা সমাপনী পরীক্ষার ফল গতকাল মঙ্গলবার  (২৪  ডিসেম্বর) প্রকাশ হয়। যারা কাঙ্খিত ফললাভ করতে পারেননি তারা পুনঃনিরীক্ষণের আবেদন করতে পারেন।

শুধুমাত্র টেলিটক প্রি-পেইড মোবাইল থেকে পুনঃনিরীক্ষণের আবেদন করা যাবে।আবেদন করতে মোবাইলের Message অপশনে গিয়ে DPRSC<Space>Student ID<Space> আবেদন ইচ্ছুক বিষয়ের code লিখে Send করুন 16222 নম্বরে।

২৫ ডিসেম্বার ২০১৮  থেকে ৮  জানুয়ারির ২০১৯ মধ্যে খাতা পুনঃনিরীক্ষার আবেদন করতে হবে।

প্রাথমিক সমাপনীর ফল পুনঃনিরীক্ষার আবেদন করতে এই লিঙ্কে ক্লিক করুন

উদাহরণ: DPRSC 123456789 111 লিখে Send করুন 16222 নম্বরে (123456789 এখানে ‍Student ID এবং 111 বিষয় কোড)। ফিরতি SMS-এ আবেদন বাবদ কত টাকা কেটে নেয়া হবে তা জানিয়ে একটি PIN নম্বর প্রদান করা হবে।আবদেন এ সম্মত থাকলে Message অপশনে গিয়ে DPRSC<Space>YES<Space>PIN No<Space>Contact No.(যেকোন অপারেটর) লিখে Send করুন 16222।

উল্লেখ্য, পুনঃনিরীক্ষণের ক্ষেত্রে একই SMS এর মাধ্যমে একাধিক বিষয়ের জন্য আবেদন করা যাবে। সেক্ষেত্রে কমা দিয়ে কোডগুলো আলাদা করে লিখতে হবে। সেক্ষেত্রে প্রতিটি বিষয়ের জন্য ১৯৮ টাকা হারে ফি প্রযোজ্য হবে।

PSC Exam Subject Code & EBT Exam Subject Code

Exam NameSubject NameSubject Code
PSCBangla111
English112
Mathematics113
Bangladesh and World Identity114
General Science115
Religion and Moral Education116
IbtediyaBangla121
English122
Mathematics123
Bangladesh and World Identity & Science124
Qur’an and Tajbeed and Aqaed and Fiqh125
Arabic126

subject code জানতে শুধুমাত্র টেলিটক মোবাইল Message অপশনে গিয়ে DPRSC<Space>HELP<Space>CODE লিখে Send করুন 16222 নম্বরে।

পিএসসি রেজাল্ট ২০১৮ দেখুন এখান থেকে

>>PSC Result 2019<<

PSC Board Challenge Result 2019





Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*