জামালগঞ্জের মানিগাঁও সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পিইসির রেজাল্ট


আব্দুস সামাদ আফিন্দী নাহিদ,জামালগঞ্জ থেকেঃ-
জামালগঞ্জ উপজেলার ভীমখালী ইউনিয়নের অন্তর্গত মানিগাঁও সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ২০১৮ ইং সালের পি. ই. সি. পরীক্ষার ফলাফলে মোট পরীক্ষার্থী ১৩ জনের মধ্যে জিপিএ ৫ .০০ পেয়েছে ৩ জন ।

জি.পি.এ. ৪ .০০ পেয়েছে ৯ জন।

দুর্ভাগ্য বসত একজন স্টুডেন্ট অসুস্থতার. কারণে পরীক্ষায় অংশ গ্রহণ করতে না পারায় 1 বিষয়ে ফেইল ।

পাসের হার ৯৯.০০% ।

জানা যায় যে অন্য বছরের চেয়ে এবছর ফলাফল ভাল হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *