জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠান সামনে রেখে দেশের সব মাধ্যমিক বিদ্যালয়ের বার্ষিক পরীক্ষা ডিসেম্বরের প্রথম সপ্তাহে শেষ করার নির্দেশ দিয়েছে শিক্ষা মন্ত্রণালয়।
শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ বৃহস্পতিবার (২০ সেপ্টেম্বর) সচিবালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে একথা জানান।
আগামী ডিসেম্বরের শেষে একাদশ জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠানের কথা রয়েছে। আগামী মাসে নির্বাচনের তফসিল ঘোষণা করা হবে।
শিক্ষামন্ত্রী সাংবাদিকদের বলেন, ডিসেম্বরের প্রথম সপ্তাহে বার্ষিক পরীক্ষা শেষ করার নির্দেশ দেওয়া হয়েছে।
পূর্বঘোষিত সূচি অনুযায়ী, মাধ্যমিক পর্যায়ের সব শ্রেণির বার্ষিক পরীক্ষা ২৮ নভেম্বর শুরু হয়ে তা শেষ হওয়ার কথা ১১ ডিসেম্বর। ফল প্রকাশ ৩০ ডিসেম্বর।
সূত্রঃ বাংলানিউজ
Leave a Reply