বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের অধীন বাংলাদেশ নৌবাহিনীর জন্য এসএসসি (নিশ-১) প্রোগ্রামের ১ম ও ২য় বর্ষ পরীক্ষা ২০১৮-এর সময়সূচী প্রকাশ হয়েছে।
প্রকাশিত সময়সূচী অনুসারে উক্ত পরীক্ষার তত্ত্বীয় বিষয় সমূহের পরীক্ষা ০৭/১০/২০১৮ তারিখ থেকে শুরু হয়ে ২৫/১০/২০১৮ তারিখ পর্যন্ত চলবে। তত্ত্বীয় বিষয় সমূহের পরীক্ষা সকাল ০৯ টা থেকে ১২ টা এবং বিকাল ০২টা থেকে ০৫ টা পর্যন্ত ২ শিফটে অনুষ্ঠিত হবে।
এরপর ব্যবহারিক পরীক্ষা ২৮/১০/২০১৮ তারিখ থেকে ৩১/১০/২০১৮ তারিখ পর্যন্ত চলবে। ব্যবহারিক পরীক্ষাসমূহ সকাল ৯ টা থেকে ১২টা পর্যন্ত অনুষ্ঠিত হবে। পরীক্ষার বিস্তারিত সময়সূচী নিচে তুলে দেওয়া হলোঃ
বাংলাদেশ নৌবাহিনীর জন্য এসএসসি (নিশ-১) প্রোগ্রামের পরীক্ষার সময়সূচী ২০১৮
সময়সূচীর বিশেষ নির্দেশনায় বলা হয়েছে, পরিচয়পত্র (আইডি কার্ড) ব্যতীত কোন শিক্ষার্থী পরীক্ষায় অংশ গ্রহণ করতে পারবে না। পরীক্ষা শুরুর ৩০ মিনিট আগে পরীক্ষার্থীদেরকে পরীক্ষার হলে প্রবেশ করতে হবে।
এছাড়া, পরীক্ষার্থীগণ ব্যাগ, মোবাইল ফোন, স্মার্ট ওয়াচ বা কোন ধরনের ইলেকট্রনিক্স ডিভাইস নিয়ে পরীক্ষা হলে প্রবেশ করতে পারবে না।
Leave a Reply