ঢাকা বিশ্ববিদ্যালয়ে (ঢাবি) প্রযুক্তি ইউনিটে ২০১৮-১৯ শিক্ষাবর্ষে ভর্তি তথ্য

ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইঞ্জিনিয়ারিং এন্ড টেকনোলজি অনুষদের অধিভুক্ত সরকারি ও বেসরকারি ইঞ্জিনিয়ারিং কলেজসমূহে ২০১৮-২০১৯ শিক্ষাবর্ষে ১ম বর্ষ বিএসসি ইঞ্জিনিয়ারিং ইন ইইই, সিভিল, সিএসই, টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং, ইন্ডাস্ট্রিয়াল এন্ড প্রােডাকশন ইঞ্জিনিয়ারিং এবং ফ্যাশন এন্ড অ্যাপারেল ডিজাইন- এ ভর্তি বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে । ঢাবির প্রযুক্তি ইউনিট ভর্তি সম্পর্কে বিস্তারিত তথ্য নিচে তুলে দেওয়া হলোঃ

ঢাবির প্রযুক্তি ইউনিট- এর গুরুত্বপূর্ণ তারিখ সমূহ

পরীক্ষার তারিখ৩০ নভেম্বর ২০১৮ (সকাল ১০ টা)
আবেদন শুরুর তারিখ
০১ অক্টোবর ২০১৮
আবেদনের শেষ তারিখ
১৩ নভেম্বর ২০১৮
আবেদন ফি৬০০ টাকা
ব্যাংকে টাকা জমা দেয়া শেষ*******
এডমিট ডাউনলোড শুরু*******
এডমিট ডাউনলোড শেষ*******
ফল প্রকাশভর্তি পরীক্ষার ৭ দিনের মধ্যে

ঢাবি অধিভুক্ত ইঞ্জিনিয়ারিং কলেজ সমূহ

কলেজের নামধরন
ময়মনসিংহ ইঞ্জিনিয়রিং কলেজসরকারি ইন্জিনিয়ারিং কলেজ
ফরিদপুর ইঞ্জিনিয়ারিং কলেজসরকারি ইন্জিনিয়ারিং কলেজ
বরিশাল ইঞ্জিনিয়ারিং কলেজসরকারি ইন্জিনিয়ারিং কলেজ
শহিদুল চৌধুরী ইঞ্জিনিয়ারিং কলেজ, ফরিদপুরবেসরকারী ইন্জিনিয়ারিং কলেজ
জাতীয় বস্ত্র প্রকৌশল ও গবেষণা ইনস্টিটিউট (নিটার)৪ বছরে কোর্স ফি ৪,৫০,০০০ টাকা
শ্যামলী টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং কলেজ৪ বছরে কোর্স ফি ৩ ,৭৭,৫০০ টাকা

আবেদনের ন্যূনতম যোগ্যতা

২০১৩ সাল থেকে ২০১৬ সাল পর্যন্ত মাধ্যমিক বা সমমান এবং ২০১৮ সালে বাংলাদেশের যেকোন শিক্ষা বাের্ডের/উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের বিজ্ঞান শাখায় উচ্চ মাধ্যমিক অথবা এইচএসসি/A-Level পাশ বা সমমানের ডিগ্রিধারী হতে হবে। সমতা নিরূপনের মাধ্যমে SSC ও HSC সমমানের ডিগ্রীধারী প্রার্থীদের আবেদন করতে হবে। প্রার্থীকে মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক বা সমমানের পরীক্ষায় ৪র্থ বিষয়সহ প্রাপ্ত জিপিএ-দ্বয়ের যােগফল ন্যূনতম ৬.০০ হতে হবে এবং SSC ও HSC তে আলাদাভেবে ন্যুনতম ২.৫ থাকতে হবে  । প্রার্থীর উচ্চ মাধ্যমিক/সমমান পরীক্ষায় পদার্থ, রসায়ন ও গণিত বিষয় থাকতে হবে।

ভর্তি পরীক্ষার কিছু গুরুত্বপূর্ণ তথ্য

পরীক্ষার সময়১ ঘন্টা ৩0 মিনিট
পরীক্ষার পদ্ধতিMCQ
মোট প্রশ্ন১২০টি
মোট নম্বর১২০
মাধ্যম বাংলা ও ইংরেজী উভয়ই
আবশ্যিক প্রশ্নপদার্থ, গণিত, রসায়ন ,ইংরেজী
*পদার্থ -৩৫,রসায়ন- ৩৫,গণিত – ৩৫,ইংরেজি- ১৫মোট =১২০
পাশ নম্বর৪৮
নেগেটিভ মার্কিংনেই
মোট সিট সংখ্যা৮৪০ টি
ক্যালকুলেটর ব্যবহারকরা যারে না ।
কোথায় ভর্তি পরীক্ষার সীট পড়বেঢাবি এলাকায় ।

ঢাকা বিশ্ববিদ্যালয় প্রযুক্তি ইউনিট ভর্তি বিজ্ঞপ্তি ২০১৮-১৯

আবেদন করতে ও ভর্তি সংক্রান্ত বিস্তারিত তথ্য জানতে ভিজিট করুনঃ admission.eis.du.ac.bd





About আল মামুন মুন্না 822 Articles
আল মামুন মুন্না, বাংলাদেশের প্রথম শিক্ষা বিষয়ক বাংলা কমিউনিটি ব্লগ সাইট "লেখাপড়া বিডি"র প্রতিষ্ঠাতা ও পরিচালক হিসেবে নিয়োজিত আছেন। জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীন যশোর সরকারী এম. এম. কলেজ থেকে ফিন্যান্স এন্ড ব্যাংকিং বিষয় নিয়ে বি.বি.এ অনার্স ও আজম খান সরকারী কমার্স কলেজ থেকে এমবিএ সম্পন্ন করেছেন।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*