ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইঞ্জিনিয়ারিং এন্ড টেকনোলজি অনুষদের অধিভুক্ত সরকারি ও বেসরকারি ইঞ্জিনিয়ারিং কলেজসমূহে ২০১৮-২০১৯ শিক্ষাবর্ষে ১ম বর্ষ বিএসসি ইঞ্জিনিয়ারিং ইন ইইই, সিভিল, সিএসই, টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং, ইন্ডাস্ট্রিয়াল এন্ড প্রােডাকশন ইঞ্জিনিয়ারিং এবং ফ্যাশন এন্ড অ্যাপারেল ডিজাইন- এ ভর্তি বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে । ঢাবির প্রযুক্তি ইউনিট ভর্তি সম্পর্কে বিস্তারিত তথ্য নিচে তুলে দেওয়া হলোঃ
ঢাবির প্রযুক্তি ইউনিট- এর গুরুত্বপূর্ণ তারিখ সমূহ
পরীক্ষার তারিখ | ৩০ নভেম্বর ২০১৮ (সকাল ১০ টা) |
আবেদন শুরুর তারিখ |
০১ অক্টোবর ২০১৮ |
আবেদনের শেষ তারিখ |
১৩ নভেম্বর ২০১৮ |
আবেদন ফি | ৬০০ টাকা |
ব্যাংকে টাকা জমা দেয়া শেষ | ******* |
এডমিট ডাউনলোড শুরু | ******* |
এডমিট ডাউনলোড শেষ | ******* |
ফল প্রকাশ | ভর্তি পরীক্ষার ৭ দিনের মধ্যে |
ঢাবি অধিভুক্ত ইঞ্জিনিয়ারিং কলেজ সমূহ
কলেজের নাম | ধরন |
ময়মনসিংহ ইঞ্জিনিয়রিং কলেজ | সরকারি ইন্জিনিয়ারিং কলেজ |
ফরিদপুর ইঞ্জিনিয়ারিং কলেজ | সরকারি ইন্জিনিয়ারিং কলেজ |
বরিশাল ইঞ্জিনিয়ারিং কলেজ | সরকারি ইন্জিনিয়ারিং কলেজ |
শহিদুল চৌধুরী ইঞ্জিনিয়ারিং কলেজ, ফরিদপুর | বেসরকারী ইন্জিনিয়ারিং কলেজ |
জাতীয় বস্ত্র প্রকৌশল ও গবেষণা ইনস্টিটিউট (নিটার) | ৪ বছরে কোর্স ফি ৪,৫০,০০০ টাকা |
শ্যামলী টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং কলেজ | ৪ বছরে কোর্স ফি ৩ ,৭৭,৫০০ টাকা |
আবেদনের ন্যূনতম যোগ্যতা
২০১৩ সাল থেকে ২০১৬ সাল পর্যন্ত মাধ্যমিক বা সমমান এবং ২০১৮ সালে বাংলাদেশের যেকোন শিক্ষা বাের্ডের/উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের বিজ্ঞান শাখায় উচ্চ মাধ্যমিক অথবা এইচএসসি/A-Level পাশ বা সমমানের ডিগ্রিধারী হতে হবে। সমতা নিরূপনের মাধ্যমে SSC ও HSC সমমানের ডিগ্রীধারী প্রার্থীদের আবেদন করতে হবে। প্রার্থীকে মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক বা সমমানের পরীক্ষায় ৪র্থ বিষয়সহ প্রাপ্ত জিপিএ-দ্বয়ের যােগফল ন্যূনতম ৬.০০ হতে হবে এবং SSC ও HSC তে আলাদাভেবে ন্যুনতম ২.৫ থাকতে হবে । প্রার্থীর উচ্চ মাধ্যমিক/সমমান পরীক্ষায় পদার্থ, রসায়ন ও গণিত বিষয় থাকতে হবে।
ভর্তি পরীক্ষার কিছু গুরুত্বপূর্ণ তথ্য
পরীক্ষার সময় | ১ ঘন্টা ৩0 মিনিট |
পরীক্ষার পদ্ধতি | MCQ |
মোট প্রশ্ন | ১২০টি |
মোট নম্বর | ১২০ |
মাধ্যম | বাংলা ও ইংরেজী উভয়ই |
আবশ্যিক প্রশ্ন | পদার্থ, গণিত, রসায়ন ,ইংরেজী |
*পদার্থ -৩৫,রসায়ন- ৩৫,গণিত – ৩৫,ইংরেজি- ১৫ | মোট =১২০ |
পাশ নম্বর | ৪৮ |
নেগেটিভ মার্কিং | নেই |
মোট সিট সংখ্যা | ৮৪০ টি |
ক্যালকুলেটর ব্যবহার | করা যারে না । |
কোথায় ভর্তি পরীক্ষার সীট পড়বে | ঢাবি এলাকায় । |
ঢাকা বিশ্ববিদ্যালয় প্রযুক্তি ইউনিট ভর্তি বিজ্ঞপ্তি ২০১৮-১৯
আবেদন করতে ও ভর্তি সংক্রান্ত বিস্তারিত তথ্য জানতে ভিজিট করুনঃ admission.eis.du.ac.bd
Leave a Reply