ঢাকা স্কুল অব ইকনোমিকস-এ সেমিনার অনুষ্ঠিত

ঢাকা স্কুল অব ইকনোমিকস-এর উদ্যোক্তা অর্থনীতি প্রোগ্রামসমূহের আওতায় ‘‘ উদ্যোক্তা অর্থনীতির বিকাশে ব্যাংকিং সেক্টরে বাংলাদেশের ভূমিকা” শিরোনামে অদ্য ৮ সেপ্টেম্বর অনুষ্ঠিত হয়। এতে ঢাকা ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক এবং ব্যাংকার্স এসোসিয়েশনের সভাপতি জনাব সৈয়দ মাহবুবুর রহমান প্রধান অতিথি এবং মিসেস রুবিনা হুসাইন ফারুক, প্রেসিডেন্ট, বাংলাদেশ এসোসিয়েশন অব ট্রেইনার্স ইন হসপিটালিটি, ঢাকা বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন প্রফেসর ড. মুহম্মদ মাহবুব আলী, উদ্যোক্তা উন্নয়ন বিশেষজ্ঞ।

এতে জনাব সৈয়দ মাহবুবুর রহমান বলেন যে, ঢাকা স্কুল অব ইকনোমিকস-এর মাষ্টার্স ইন এন্ট্রিপিউনারশীপ ইকনোমিক্স একটি দক্ষ ও উৎকর্ষ সাধনকারী প্রোগ্রাম। ব্যাংকিং সেক্টরে উদ্যোক্তা বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকে বলে দাবী করেন। মিসেস রুবিনা হুসাইন ফারুক মানব দক্ষতা বৃদ্ধির ক্ষেত্রে সহায়ক শক্তি উদ্যোক্তা অর্থনীতির মাষ্টার্স প্রোগ্রামটি অনন্য বলে দাবী করেন।

প্রফেসর ড. মুহম্মদ মাহবুব আলী বলেন যে, আধুনিক বিজ্ঞানমনস্ক শিক্ষা ও কারিগরী ও বৃত্তিমূলক প্রশিক্ষণ এবং হাতে কলমে প্রশিক্ষণের ব্যবস্থা মাষ্টার্স ইন এন্ট্রিপিউনারশীপ ইকনোমিক্স প্রোগ্রামের অন্তর্ভূক্ত।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *