একাদশ শ্রেণির ভর্তি কাযক্রমে সাধারণ যেসব ভুল করে থাকেন শিক্ষার্থী এবং অভিভাবকেরা

By মোহাম্মদ মোহন

Published on:

Advertisements

একাদশ শ্রেণির ভর্তি কাযক্রমে কিছু শিক্ষার্থী এবং তাদের অভিভাবকেরা মনে করেন বোর্ড যে নির্দেশনা দিয়েছেন সেটা না মেনে ভর্তি করাবেন নিজেদের ইচ্ছামত। এই ধারণাটা সম্পূর্ণ ভূল। কারণ বোর্ড তার প্রণিত নীতিমালা অনুসারেই ভর্তি কার্যক্রম সম্পন্ন করবে। তাই বোর্ড যে নির্দিষ্ট সময় দেয় সেই অনুসারেই কাজ সম্পন্ন করা প্রয়োজন।

নাহলে কাঙ্খিত তো দুরের বিষয় সরকারি কলেজেই সুযোগ পাবেনা। ভর্তি নিশ্চয়নসহ অন্যান্য শর্তাবলী পূরণ করুন তাহলে আপনার ভর্তি কার্যক্রমে কোন প্রকার সমস্যার সৃষ্টি হবেনা।

বিস্তারিত জানতে নীচের ভিডিওটি দেখুন

 

Leave a Comment