জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে আর নয় দ্বৈত ভর্তি

এ বছর থেকে জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে ২ টি কোর্সে আলাদা প্রতিষ্ঠানে বা একই প্রতিষ্ঠানে ভর্তির সুযোগ থাকেছনা। যদিও এ নিয়মটি আরও আগেও ছিল কিন্তু এবছর থেকে এটি কার্যকর করা হয়েছে। বিশেষ করে মাস্টার্স ২০১৫-১৬ সেশনে দ্বৈত ভর্তিকৃত শিক্ষার্থীদের রেজিষ্ট্রেশন কার্ড ইস্যু করা হয়নি। ফলে অধিকাংশ শিক্ষার্থী মাস্টার্স প্রফেশনাল অর্থাৎ এল.এল.বি, বিএডসহ অন্যান্য কোর্স এবং অনার্স প্রফেশনাল কোর্সেও একই নিয়ম কার্যকর করেছে জাতীয় বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ।

এতে জরিমানার পরিমানও উল্লেখ করা হয়েছে। প্রায় ৮-১০ হাজার টাকা সমসপরিমান।

এতে শিক্ষার্থীদেরকে অনলাইনে ভর্তি বাতিল পূর্বক যেকোন একটি কোর্স চয়েজ করতে হবে অর্থাৎ একটি কোর্স বাতিল করতে হবে। যারা জরিমানা দিয়ে ১টি কোর্স বাতিল করবে শুধুমাত্র সেকল শিক্ষার্থীদের অন্য ভর্তিকৃত কোর্সের রেজিষ্ট্রেশন কার্ড ইস্যু করা হবে।

নিম্নে বিস্তারিত নোটিশ দেয়া হয়েছে।

অনলাইনে ভর্তি বাতিল করতে এখানে ক্লিক করুন

ভর্তি বাতিলের নিয়ম ভিডিও আকারে দেথতে এখানে সাবস্ক্রাইব করে রাখুন তাতে ভিডিও আপলোড দেয়া মাত্র আপনার কাছে পৌঁছে যাবে।





About মোহাম্মদ মোহন 73 Articles
মোহাম্মদ মোহন সম্প্রতি নোয়াখালী সরকারি কলেজ, নোয়াখালী থেকে বি.এস.এস (অনার্স), এম.এস.এস (অর্থনীতি) সম্পন্ন করেছেন

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*